Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Anjan Dutt

‘কলকাতা নিয়ে সুধীর মিশ্র এখনও আশাবাদী’, পরিচালকের সিরিজ়ের শুটিংয়ের মাঝে বললেন অঞ্জন

সুধীর মিশ্রের হিন্দি ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ব্যস্ত অঞ্জন দত্ত। মুম্বই থেকে বন্ধুর সঙ্গে কাজের অভিজ্ঞতা শোনালেন অভিনেতা।

Anjan Dutt shares his working experience with Bollywood director Sudhir Mishra

(বাঁ দিকে) সুধীর মিশ্র। অঞ্জন দত্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অভিনন্দন দত্ত
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২০:১৫
Share: Save:

পরিচালক সুধীর মিশ্রের হিন্দি ওয়েব সিরিজ়ে যে অঞ্জন দত্ত অভিনয় করছেন, সে খবর আগেই জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। উত্তর ভারতের বেশ কিছু শহরে শুটিংয়ের পর আপাতত ইউনিট মুম্বইয়ে ফিরেছে। জোরকদমে চলছে শুটিং। হোটেল থেকে চেম্বুরের স্টুডিয়োয় যাওয়ার আগে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন অঞ্জন।

সত্তরের দশকে দেশে জরুরি অবস্থার প্রেক্ষাপটে সিরিজ়টি তৈরি করছেন সুধীর। নাম ‘চিলড্রেন অফ ফ্রিডম’। পরিচালকের সঙ্গে অঞ্জনের দীর্ঘ দিনের আলাপ। সেই সূত্রেই তাঁর কাছে প্রস্তাব আসে। অঞ্জন বললেন, ‘‘আমি প্রথমে রাজি হইনি। হিন্দিও বলতে চাইনি। কিন্তু সুধীর বলল যে, ‘তুমি বাংলা বলো, আমি রাজি। কিন্তু, তোমাকে রাজি হতেই হবে’।’’

অঞ্জনের বিশ্বাস, এই সিরিজ়টি সুধীরের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে রয়ে যাবে। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘‘ফ্লোরে ও আমার মতোই পাগল স্বভাবের। এই এটা বদলে ফেলছে, তো ওই আবার কিছু একটা করছে। এই বয়সেও কাজের প্রতি এই ভালবাসা আমাকে খুবই আকৃষ্ট করেছে।’’ তবে শুধুই শুটিং নয়, কাজের ফাঁকে দু’জনের আড্ডার বিষয় হয়ে উঠছে কলকাতা। কারণ, এক সময় এই শহরে সুধীর বেশ কয়েক বছর কাটিয়েছেন। কলকাতা চলচ্চিত্র উৎসবেও তিনি প্রত্যেক বছর আসার চেষ্টা করেন। অঞ্জন বললেন, ‘‘শহরের সাম্প্রতিক পরিস্থিতি থেকে শুরু করে মোদী-মমতা— সব কিছু নিয়েই আড্ডা হচ্ছে। গল্প শুরু হলে থামতেই চায় না। তবে এটা বুঝতে পারলাম, কলকাতা নিয়ে সুধীর এখনও অত্যন্ত আশাবাদী। আগামী দিনে কলকাতায় ছবির শুটিং করতেও ও আগ্রহী।’’

সিরিজ়ে রয়েছেন একাধিক তারকা। যেমন রাজিত কপূর, সৌরভ শুক্ল, ভিভান শাহ। টলিপাড়া থেকে শ্রীলেখা মিত্রও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। অঞ্জনের চরিত্রটা কী রকম? অভিনেতা বললেন, ‘‘এক জন নকশালের চরিত্র। তার একটি দলও রয়েছে। সিরিজ়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি।’’

অঞ্জন পরিচালিত শেষ ছবি ‘চালচিত্র এখন’। সুধীর নিজে মৃণাল সেনের অনুরাগী। অঞ্জন জানালেন, তাঁর ছবিটা সুধীর দেখে ফেলেছেন। পাশাপাশি, সিরিজ়ের অন্যান্য অভিনেতারাও নাকি ছবিটা দেখেছেন। অঞ্জনের কথায়, ‘‘ওটিটির কল্যাণে সবাই যে ছবিটা দেখে ফেলবেন, সেটা আমি ভাবিনি।’’ সুধীর ছবি দেখে কী বললেন? অঞ্জনের স্বীকারোক্তি, ‘‘খুব খুশি হয়েছে। এই এনার্জি নিয়েই আমাকে পরের ছবিগুলো করার পরামর্শ দিয়েছে।’’ এই সঙ্গে অঞ্জন যোগ করলেন, ‘‘সুধীরও আমার মতো বিশ্বাস করে, ওটিটির জন্যও ছবি হতে পারে। সেখান থেকেও টাকা ফেরত আসতে পারে। আমাকে ভবিষ্যতে আরও এক্সপেরিমেন্ট করতে বলেছে।’’

লখনউ, কানপুর ও ভোপালে ইতিমধ্যেই শুটিং সেরেছে ইউনিট। অঞ্জন জানালেন, কালীপুজোর আগে তিনি কলকাতায় ফিরে আসবেন। কিন্তু, নভেম্বরে সিরিজ়ের শেষ শিডিউলে তাঁকে আবার মুম্বই যেতে হবে।

অন্য বিষয়গুলি:

Anjan Dutt Bollywood Director Sudhir Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy