Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Anirban Bhattacharya

খোশমেজাজে রিসেপশন পার্টিতে অনির্বাণ ও মধুরিমা, সঙ্গে চমক দেওয়া অনুষ্ঠানও

নাট্যজগতের ঘনিষ্ঠ ও আত্মীয়-বন্ধুদের মাঝেই শুক্রবারের অনুষ্ঠান সারলেন নাট্যজগৎ ও টলিপাড়ার ‘আই ক্যান্ডি’ অনির্বাণ ভট্টাচার্য।

খোশমেজাজে রিসেপশন পার্টিতে অনির্বাণ ও মধুরিমা। ছবি সংগৃহীত।

খোশমেজাজে রিসেপশন পার্টিতে অনির্বাণ ও মধুরিমা। ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ২৩:০৭
Share: Save:

বিয়ের মতোই বিয়ের রিসেপশনও জাঁকজমকহীন ভাবেই সারলেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে। রিসেপশনটিও হল সেখানেই। নাট্যজগতের ঘনিষ্ঠ ও আত্মীয়-বন্ধুদের মাঝেই শুক্রবারের অনুষ্ঠান সারলেন নাট্যজগৎ ও টলিপাড়ার ‘আই ক্যান্ডি’ অনির্বাণ ভট্টাচার্য।

বিয়ের অনুষ্ঠানের মতো রিসেপশনেও একশো থেকে দেড়শো জনের বেশি নিমন্ত্রিত ছিলেন না। করোনার মধ্যে বিয়ে ও রিসেপশন। সতর্কতা মেনে তো চলতেই হবে। তার উপরে অনির্বাণ ব্যক্তিগত ভাবে হইহট্টগোল, চাকচিক্য পছন্দ করেন না। সাদা পাঞ্জাবি, নীল উত্তরীয়—সাবেক সাজে অনির্বাণকে বেশ মানিয়েছে। বেশ খোশমেজাজেই তিনি অনুষ্ঠানে ছিলেন। এরই পাশাপাশি, ধূসর রঙের শাড়িতে সকলের চোখ কাড়ছেন মধুরিমা।

‘সংঘারাম’ নাট্যদলের সদস্যরা সদ্যবিবাহিত দম্পতিকে চমক দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রস্তুতি চলে দম্পতির অগোচরেই। নাচ, গান ও অভিনয় মিলিয়ে চমৎকার পারফরম্যান্স দেখে আপ্লুত অনির্বাণ ও মধুরিমা।

কাজে ব্যস্ত অনির্বাণ।

আরও পড়ুন: অপেক্ষা আর কয়েক দিনের, অনির্বাণ ও মিমিকে নিয়ে আসছে ‘ড্রাকুলা স্যার’

আরও পড়ুন: কর্মহীন লোকেরাই সেলেবদের ট্রোল করে, মন্তব্য করিনার

অন্য বিষয়গুলি:

Anirban Bhattacharya Wedding Reception Madhurima Goswami Theatre tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy