Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Anil Kapoor

মেয়ে সোনম, স্ত্রী সুনীতা-সহ সকলের ছবি মুছে দিলেন অনিল, কপূর পরিবারে অশান্তির আঁচ!

আচমকা অনিলের সমাজমাধ্যমের পাতা থেকে উধাও মেয়ে সোনম কপূর, রিয়া কপূর, স্ত্রী ও জামাইদের ছবি। তা হলে কি অনিল কপূরের সুখের সংসারে অশান্তির আঁচ?

(বাঁ দিকে) সোনম কপূর। (ডান দিকে) অনিল কপূর।

(বাঁ দিকে) সোনম কপূর। (ডান দিকে) অনিল কপূর। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৮:১০
Share: Save:

হিন্দি ছবির জগতে সাফল্যের সঙ্গে চার দশক পার করেছেন অনিল কপূর। দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী সুনীতাকে নিয়ে তাঁর সংসার। এত লম্বা একটা ইনিংস তাঁর বলিউডে। তবু কখনও কোনও বিতর্কে জড়াননি অভিনেতা। নিজের ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের একটা ভারসাম্য বজায় রেখেছেন। তাই অনিল ও সুনীতা এত বছর পর বলিউডের অন্যতম সফল দম্পতি। কিন্তু আচমকা অনিলের সমাজমাধ্যমের পাতা থেকে উধাও মেয়ে সোনম কপূর, রিয়া কপূর, স্ত্রী ও জামাইদের ছবি। তা হলে কি অনিল কপূরের সুখের সংসারে অশান্তির আঁচ?

অনিল কপূরের ইনস্টাগ্রামের পাতায় প্রায় ৬০ লক্ষ অনুসরণকারী রয়েছেন। অভিনেতা তাঁর সমাজমাধ্যমের পাতায় তাঁর কাজ সংক্রান্ত পোস্ট করেন। এ ছাড়াও থাকে তাঁর পারিবারিক সংক্রান্ত পোস্ট। বাবার সমাজমাধ্যম থেকে রাতারাতি উধাও হয়ে যাওয়ায় প্রতিক্রিয়া দিলেন সোনম। আসলে এমন ঘটনায় খানিক উদ্বেগে তারকা-কন্যা। যদিও একাংশের দাবি হয়তো ‘হ্যাকড্’ হয়েছে অভিনেতার অ্যাকাউন্ট, কেউ কেউ আবার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করার কথাও বলেন। যদিও আদতে সত্যিটা কি, সেটা জানা যায়নি এখনও।

অন্য বিষয়গুলি:

Anil Kapoor Sonam Kapoor Bollywood News bollywood star
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy