Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Bollywood

একাই যান মধুচন্দ্রিমায়, মাধুরী-শিল্পাদের সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও অটুট অনিল-সুনীতার দাম্পত্য

অনিল পরে জানিয়েছেন, তাঁদের দীর্ঘ প্রেমপর্বে সুনীতাই ছিলেন তাঁর পৃষ্ঠপোষক। শুধু ট্যাক্সিভাড়াই নয়। অনিলকে নিয়মিত দামি দামি উপহারও দিতেন প্রেয়সী সুনীতা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ১৩:৩১
Share: Save:
০১ ২০
প্রযোজকের ছেলের শখ হিন্দি ছবিতে নায়ক হওয়ার। কিন্তু ভাগ্যে তখনও শিকে ছেঁড়েনি। ব্যস্ততাহীন সময়ে কাজের পাশাপাশি চলছে মনের মতো বান্ধবীর খোঁজও। এ রকম এক সময়ে বন্ধুদের মারফত অনিলের সঙ্গে আলাপ হল সুনীতার।

প্রযোজকের ছেলের শখ হিন্দি ছবিতে নায়ক হওয়ার। কিন্তু ভাগ্যে তখনও শিকে ছেঁড়েনি। ব্যস্ততাহীন সময়ে কাজের পাশাপাশি চলছে মনের মতো বান্ধবীর খোঁজও। এ রকম এক সময়ে বন্ধুদের মারফত অনিলের সঙ্গে আলাপ হল সুনীতার।

০২ ২০
এক দিন নিছক মজা করেই সুনীতাকে ফোন করলেন অনিল। টেলিফোনের ওপারে সুনীতার কণ্ঠস্বরেই অনিল ক্লিন বোল্ড। মুগ্ধতার রেশ ধরেই দু’জনের ঘন ঘন সাক্ষাৎ শুরু হল।

এক দিন নিছক মজা করেই সুনীতাকে ফোন করলেন অনিল। টেলিফোনের ওপারে সুনীতার কণ্ঠস্বরেই অনিল ক্লিন বোল্ড। মুগ্ধতার রেশ ধরেই দু’জনের ঘন ঘন সাক্ষাৎ শুরু হল।

০৩ ২০
কিন্তু সে সময়ের অনিলের ক্রাশ ছিলেন আর এক বান্ধবী। তাঁকে নিয়ে কথা হত সুনীতার সঙ্গে। এক দিন সেই ক্রাশ অনিলকে ছেড়ে চলে গেলেন। শূন্যতা পূরণের ভার নিলেন সুনীতা।

কিন্তু সে সময়ের অনিলের ক্রাশ ছিলেন আর এক বান্ধবী। তাঁকে নিয়ে কথা হত সুনীতার সঙ্গে। এক দিন সেই ক্রাশ অনিলকে ছেড়ে চলে গেলেন। শূন্যতা পূরণের ভার নিলেন সুনীতা।

০৪ ২০
ক্রমশ অনিল আবিষ্কার করলেন সুনীতাই বিরাজ করছেন তাঁর হৃদয় জুড়ে। সেটা সত্তরের দশকের শুরুর কথা। অনিল তখনও সুপারস্টার অনিল কপূর হননি। অন্য দিকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্মীর মেয়ে সুনীতা ছিলেন জনপ্রিয় মডেল।

ক্রমশ অনিল আবিষ্কার করলেন সুনীতাই বিরাজ করছেন তাঁর হৃদয় জুড়ে। সেটা সত্তরের দশকের শুরুর কথা। অনিল তখনও সুপারস্টার অনিল কপূর হননি। অন্য দিকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্মীর মেয়ে সুনীতা ছিলেন জনপ্রিয় মডেল।

০৫ ২০
দু’জনের দেখা সাক্ষাৎ বিশেষ হত না। কথাবার্তার জন্য ফোনই ছিল ভরসা। দেখা করার জন্য সময় ঠিক হলেই অনিল ট্যাক্সিতে সওয়ার হতেন। গন্তব্যে পৌঁছে দেখতেন সুনীতা আগেই চলে গিয়েছেন সেখানে। কারণ ট্যাক্সিভাড়া মেটাতে হত সুনীতাকেই। অনিলের কাছে ট্যাক্সি সে সময় বিলাসিতা।

দু’জনের দেখা সাক্ষাৎ বিশেষ হত না। কথাবার্তার জন্য ফোনই ছিল ভরসা। দেখা করার জন্য সময় ঠিক হলেই অনিল ট্যাক্সিতে সওয়ার হতেন। গন্তব্যে পৌঁছে দেখতেন সুনীতা আগেই চলে গিয়েছেন সেখানে। কারণ ট্যাক্সিভাড়া মেটাতে হত সুনীতাকেই। অনিলের কাছে ট্যাক্সি সে সময় বিলাসিতা।

০৬ ২০
মডেলিংয়ের কাজের জন্য সুনীতাকে সে সময় প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে হত। মাঝে মাঝে অনিলও চলে যেতেন তাঁর ফোটোশুটের জায়গায়। আবার এ রকমও হয়েছে, শুধু অনিলের সঙ্গে সময় কাটাবেন বলে সুনীতা একের পর এক লোভনীয় অফার ছেড়ে দিয়েছেন।

মডেলিংয়ের কাজের জন্য সুনীতাকে সে সময় প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে হত। মাঝে মাঝে অনিলও চলে যেতেন তাঁর ফোটোশুটের জায়গায়। আবার এ রকমও হয়েছে, শুধু অনিলের সঙ্গে সময় কাটাবেন বলে সুনীতা একের পর এক লোভনীয় অফার ছেড়ে দিয়েছেন।

০৭ ২০
অনিল পরে জানিয়েছেন, তাঁদের দীর্ঘ প্রেমপর্বে সুনীতাই ছিলেন তাঁর পৃষ্ঠপোষক। শুধু ট্যাক্সিভাড়াই নয়। অনিলকে নিয়মিত দামি দামি উপহারও দিতেন প্রেয়সী সুনীতা।

অনিল পরে জানিয়েছেন, তাঁদের দীর্ঘ প্রেমপর্বে সুনীতাই ছিলেন তাঁর পৃষ্ঠপোষক। শুধু ট্যাক্সিভাড়াই নয়। অনিলকে নিয়মিত দামি দামি উপহারও দিতেন প্রেয়সী সুনীতা।

০৮ ২০
বলিউডে অনিলের স্ট্রাগলপর্বের শুরু থেকে শেষ অবধি পাশে ছিলেন সুনীতা। বেশ কিছু বছর ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয় করার পরে অবশেষে অনিলের ভাগ্য সুপ্রসন্ন হল। ১৯৮৩ সালে ‘ওহ সাত দিন’ ছবিতে তিনি নজর কাড়লেন দর্শকদের।

বলিউডে অনিলের স্ট্রাগলপর্বের শুরু থেকে শেষ অবধি পাশে ছিলেন সুনীতা। বেশ কিছু বছর ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয় করার পরে অবশেষে অনিলের ভাগ্য সুপ্রসন্ন হল। ১৯৮৩ সালে ‘ওহ সাত দিন’ ছবিতে তিনি নজর কাড়লেন দর্শকদের।

০৯ ২০
এর পর ক্রমে বড় পরিচালক প্রযোজকদের দরজা খুলে যেতে থাকে অনিলের সামনে। ১৯৮৪ সালে ‘মশাল’ ছবির সাফল্যের পরে অনিল রাতারাতি সুপারস্টার হয়ে যান।

এর পর ক্রমে বড় পরিচালক প্রযোজকদের দরজা খুলে যেতে থাকে অনিলের সামনে। ১৯৮৪ সালে ‘মশাল’ ছবির সাফল্যের পরে অনিল রাতারাতি সুপারস্টার হয়ে যান।

১০ ২০
তখন তাঁর একটাই লক্ষ্য। কবে সুনীতাকে বিয়ে করতে পারবেন। কারণ পাত্র হিসেবে অনিলকে মোটেও পছন্দ ছিল না সুনীতার বাবা মায়ের। অন্য দিকে সুনীতাকে নিয়ে আপত্তি ছিল কপূর পরিবারেও। শেষে বহু কষ্টে দুই পরিবারের অভিভাবকদের সম্মতি পাওয়া গেল।

তখন তাঁর একটাই লক্ষ্য। কবে সুনীতাকে বিয়ে করতে পারবেন। কারণ পাত্র হিসেবে অনিলকে মোটেও পছন্দ ছিল না সুনীতার বাবা মায়ের। অন্য দিকে সুনীতাকে নিয়ে আপত্তি ছিল কপূর পরিবারেও। শেষে বহু কষ্টে দুই পরিবারের অভিভাবকদের সম্মতি পাওয়া গেল।

১১ ২০
কিন্তু তার পরেও বিধি বাম। অনিলকে তাঁর শুভার্থীরা পরামর্শ দিলেন, কেরিয়ারে সাফল্যের মুখ দেখার সঙ্গে সঙ্গেই বিয়ে না করতে। কারণ তা হলে বলিউডের সমীকরণ অনুযায়ী কমে যেতে পারে স্টারডম।

কিন্তু তার পরেও বিধি বাম। অনিলকে তাঁর শুভার্থীরা পরামর্শ দিলেন, কেরিয়ারে সাফল্যের মুখ দেখার সঙ্গে সঙ্গেই বিয়ে না করতে। কারণ তা হলে বলিউডের সমীকরণ অনুযায়ী কমে যেতে পারে স্টারডম।

১২ ২০
তা ছাড়া বিয়ের জন্য সুনীতাকে প্রোপোজ করতেও দ্বিধা করছিলেন অনিল। কারণ সুনীতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিয়ের পরে তিনি রান্না করতে পারবেন না। পরে অনিল মজা করে এক সাক্ষাৎকারে বলেন, তিনি যখন বুঝলেন এ বার বাড়িতে রাঁধুনি ও পরিচারক রাখার মতো তাঁর যথেষ্ট সঙ্গতি হয়েছে, তখনই তিনি প্রোপোজ করেন।

তা ছাড়া বিয়ের জন্য সুনীতাকে প্রোপোজ করতেও দ্বিধা করছিলেন অনিল। কারণ সুনীতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিয়ের পরে তিনি রান্না করতে পারবেন না। পরে অনিল মজা করে এক সাক্ষাৎকারে বলেন, তিনি যখন বুঝলেন এ বার বাড়িতে রাঁধুনি ও পরিচারক রাখার মতো তাঁর যথেষ্ট সঙ্গতি হয়েছে, তখনই তিনি প্রোপোজ করেন।

১৩ ২০
প্রোপোজ করার পরে আর এক কাণ্ড। সুনীতা তো শুধু প্রস্তাবে ‘হ্যাঁ’-ই বললেন না, রীতিমতো ফরমান দিলেন পর দিনই বিয়ে করতে হবে। তিনি আর অপেক্ষা করতে রাজি নন। তাঁর জেদের কাছে হার মানলেন অনিল কপূর। এক দিনের মধ্যে তড়িঘড়ি দুই বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।

প্রোপোজ করার পরে আর এক কাণ্ড। সুনীতা তো শুধু প্রস্তাবে ‘হ্যাঁ’-ই বললেন না, রীতিমতো ফরমান দিলেন পর দিনই বিয়ে করতে হবে। তিনি আর অপেক্ষা করতে রাজি নন। তাঁর জেদের কাছে হার মানলেন অনিল কপূর। এক দিনের মধ্যে তড়িঘড়ি দুই বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।

১৪ ২০
১১ বছরের প্রেমপর্বের পরে ১৯৮৪ সালের ১৯ মে বিয়ে করেন তাঁরা। শুভার্থীদের সব আশঙ্কা অমূলক প্রমাণ করে এই দাম্পত্য। স্টারডম কমা তো দূর অস্ত্। বরং বিয়ের পরে অনিল আরও সফল হন। কারণ নিজেকে নায়ক হিসেবে তুলে ধরতে গ্রুমিংয়ে সাহায্য করেছিলেন স্ত্রী সুনীতা।

১১ বছরের প্রেমপর্বের পরে ১৯৮৪ সালের ১৯ মে বিয়ে করেন তাঁরা। শুভার্থীদের সব আশঙ্কা অমূলক প্রমাণ করে এই দাম্পত্য। স্টারডম কমা তো দূর অস্ত্। বরং বিয়ের পরে অনিল আরও সফল হন। কারণ নিজেকে নায়ক হিসেবে তুলে ধরতে গ্রুমিংয়ে সাহায্য করেছিলেন স্ত্রী সুনীতা।

১৫ ২০
অনিল কী ভাবে সাজবেন, কী ভাবে কথা বলবেন, তাঁর আদবকায়দা কী রকম হবে, সব দিকে নজর থাকত সুনীতার। তিনি অনিলের জন্য পোশাকও ডিজাইন করতেন। অনিল চাইতেন বলে সুনীতা তাঁর সঙ্গে শুটিং লোকেশনেও থাকতেন।

অনিল কী ভাবে সাজবেন, কী ভাবে কথা বলবেন, তাঁর আদবকায়দা কী রকম হবে, সব দিকে নজর থাকত সুনীতার। তিনি অনিলের জন্য পোশাকও ডিজাইন করতেন। অনিল চাইতেন বলে সুনীতা তাঁর সঙ্গে শুটিং লোকেশনেও থাকতেন।

১৬ ২০
ঘরে বাইরে অনিলের যাতে কোনও অসুবিধে না হয়, সে দিকে নজর দিতে সুনীতা নিজের কেরিয়ার বিসর্জন দেন। এই নিয়ে তাঁর কোনও আক্ষেপও ছিল না।  জীবনের প্রতি পর্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেয়েছেন সুনীতা। অবশ্য সুনীতার দিদি প্রাক্তন মিস ইন্ডিয়া কবিতা ভমবানী সিংহ বিয়ের পরেও ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে নিজের কেরিয়ার বজায় রেখেছেন।

ঘরে বাইরে অনিলের যাতে কোনও অসুবিধে না হয়, সে দিকে নজর দিতে সুনীতা নিজের কেরিয়ার বিসর্জন দেন। এই নিয়ে তাঁর কোনও আক্ষেপও ছিল না। জীবনের প্রতি পর্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেয়েছেন সুনীতা। অবশ্য সুনীতার দিদি প্রাক্তন মিস ইন্ডিয়া কবিতা ভমবানী সিংহ বিয়ের পরেও ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে নিজের কেরিয়ার বজায় রেখেছেন।

১৭ ২০
এমনকি, ‘মেরি জঙ্গ’ ছবির শুটিংয়ে অনিল শেষ মুহূর্তে আটকে পড়ায় সুনীতা একাই চলে গিয়েছিলেন মধুচন্দ্রিমার গন্তব্যে। তিনি একাই বিদেশ থেকে ‘মধুচন্দ্রিমার’ ছুটি কাটিয়ে দেশে ফেরেন। কারণ অত কম সময়ের নোটিসে বিয়ে মধুচন্দ্রিমার সময় বার করতে পারেননি অনিল।

এমনকি, ‘মেরি জঙ্গ’ ছবির শুটিংয়ে অনিল শেষ মুহূর্তে আটকে পড়ায় সুনীতা একাই চলে গিয়েছিলেন মধুচন্দ্রিমার গন্তব্যে। তিনি একাই বিদেশ থেকে ‘মধুচন্দ্রিমার’ ছুটি কাটিয়ে দেশে ফেরেন। কারণ অত কম সময়ের নোটিসে বিয়ে মধুচন্দ্রিমার সময় বার করতে পারেননি অনিল।

১৮ ২০
অনিল কপূরকে দেখলে অনুরাগীরা বলেন, তাঁর বয়স থেমে আছে একই জায়গায়। অভিনয় জীবনে মাধুরী দীক্ষিত এবং শিল্পা শিরোদকরের সঙ্গে অনিলের সম্পর্ক নিয়ে গুঞ্জনও শোনা গিয়েছে। কিন্তু পরে তা মিলিয়ে গিয়েছে বুদ্বুদের মতোই।

অনিল কপূরকে দেখলে অনুরাগীরা বলেন, তাঁর বয়স থেমে আছে একই জায়গায়। অভিনয় জীবনে মাধুরী দীক্ষিত এবং শিল্পা শিরোদকরের সঙ্গে অনিলের সম্পর্ক নিয়ে গুঞ্জনও শোনা গিয়েছে। কিন্তু পরে তা মিলিয়ে গিয়েছে বুদ্বুদের মতোই।

১৯ ২০
শ্রীদেবী-ঝড়ে তাঁর দাদা বনি কপূরের প্রথম দাম্পত্য ভেঙে গেলেও অনিল এবং সুনীতার মাঝে তৃতীয় কারও ছায়া সে ভাবে পড়েনি। দুই মেয়ে সোনম ও রিয়া এবং ছেলে হর্ষবর্ধনকে নিয়ে তাঁদের সাংসারিক ঘেরাটোপ অটুট।

শ্রীদেবী-ঝড়ে তাঁর দাদা বনি কপূরের প্রথম দাম্পত্য ভেঙে গেলেও অনিল এবং সুনীতার মাঝে তৃতীয় কারও ছায়া সে ভাবে পড়েনি। দুই মেয়ে সোনম ও রিয়া এবং ছেলে হর্ষবর্ধনকে নিয়ে তাঁদের সাংসারিক ঘেরাটোপ অটুট।

২০ ২০
অনিলের কথায়, কোনও নায়িকার সঙ্গে ক্ষণিকের সম্পর্কের থেকে তাঁর কাছে বেশি প্রয়োজনীয় মনে হয়েছে জীবনসঙ্গিনীর সাহচর্য। এবং তিনি যে সুনীতাকে পেয়ে খুব খুশি, জানাতে ভোলেন না পর্দার মিস্টার ইন্ডিয়া।

অনিলের কথায়, কোনও নায়িকার সঙ্গে ক্ষণিকের সম্পর্কের থেকে তাঁর কাছে বেশি প্রয়োজনীয় মনে হয়েছে জীবনসঙ্গিনীর সাহচর্য। এবং তিনি যে সুনীতাকে পেয়ে খুব খুশি, জানাতে ভোলেন না পর্দার মিস্টার ইন্ডিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy