২০২৪-এর জন্মদিন তাঁর চোখে জল এনেছে। ভাবতেও পারেননি, বিশেষ দিন এত ভয়াবহ হয়ে উঠবে! যার জের তাঁকে মানসিক ভাবে বছরভর টানতে হয়েছে। ২০২৫-এর ৮ জানুয়ারিতে আর এমন কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার আগাম অনুরোধ জানালেন দক্ষিণী নায়ক যশ।
দক্ষিণী নায়কেরা অনুরাগীদের থেকে বীরপুজো পান। তাঁদের জীবনের বিশেষ কোনও দিন মানেই অনুরাগীদের কাছে উদ্যাপনের দিন। জন্মদিন, নতুন ছবিমুক্তি— সবেতেই জাঁকজমক, আড়ম্বর। সেই তালিকায় যশ ভীষণ ভাবে রয়েছেন। গত বছর তাঁর জন্মদিনে গণ উৎসব পালনের আয়োজন করেছিলেন ভক্তরা। যশের ছবি দেওয়া ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিন ভক্ত। আহত আরও তিন জন। অঘটনের খবর পেয়েই তিনি পৌঁছে যান হাসপাতালে, আহতদের দেখতে। দেখা করেন নিহতদের পরিবারের সঙ্গেও।
আরও পড়ুন:
দিন এগিয়েছে। সময়ের পলি জমেছে ঘটনার উপরে। আগামী জন্মদিনের আগে সেই ক্ষত ফের তাজা। তাই সমাজমাধ্যমে অভিনেতার আবেদন, “নতুন বছর শুরুর আগেই আপনাদের দরবারে। এতগুলো বছর ধরে প্রতি জন্মদিনে প্রচুর ভালবাসা জানিয়েছেন আমাকে। আমি কৃতজ্ঞ। গত বছর এমনই দিনে দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে। যার থেকে মনে হয়েছে, ভালবাসা জারি থাক। ভালবাসা প্রকাশে বদল আসুক। যে কোনও উদ্যাপনে আনন্দ থাক। কখনও যেন তা কারও জন্য প্রাণঘাতী না হয়। যেমন হয়েছিল ২০২৪-এর ৮ জানুয়ারি।”
অভিনেতার আফসোস, গত বছর তিন তাজা প্রাণ ঝরেছে তাঁর জন্মদিনে। যা তাঁর কাছে একেবারেই কাম্য নয়। যশের কাছে তাঁর ভক্তরা দামি সম্পদ। সেই জায়গা থেকেই যশের অনুরোধ, “গণ উৎসব তো নয়ই, কোনও জাঁকজমক যেন আমার জন্মদিনে না হয়। বদলে সুখে-দুঃখে সবাই পাশে থাকুন। তাতেই সবাই মিলে ভাল থাকব।”