বুধবার থেকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি সইফ আলি খান। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেতা আপাতত বিপদসীমার বাইরে। অভিনেতার আক্রান্ত হওয়ার পর থেকেই নানা খবর ঘুরছে সমাজমাধ্যমে। এরই মধ্যে চর্চায় চলে এসেছে সইফের ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস। অভিনেতাকে নাকি এক সময় নিয়মিত ঘুমের ওষুধ খাওয়াতেন প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহ।
এই ঘটনার উপর এক সময় আলোকপাত করেছিলেন বলিউডের পরিচালক সুরজ বরজাতিয়া। পরিচালকের ‘হম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয় করেন সইফ। একটি সাক্ষাৎকারে সুরজ জানান, শুটিংয়ের সময় অনেকগুলো টেক নিতে হত তাঁকে। রাত্রে ঘুম না হওয়ার কারণে সইফ ফ্লোরে এসে ক্লান্ত থাকতেন। সুরজ বলেন, ‘‘তখন ওর ব্যক্তিগত জীবনে ঝড়। খুব টেনশনে থাকত।’’
আরও পড়ুন:
সুরজ জানান, তিনিই তার পর অমৃতাকে সইফকে রাতে ঘুমের ওষুধ খাওয়ানোর পরামর্শ দেন। সুরজ বলেন, ‘‘তার পর অমৃতা সইফকে না জানিয়েই ওকে ঘুমের ওষুধ দিত। সেই মতো পরের দিন শটের আয়োজন করা হত। গানের দৃশ্যগুলোতে তো খুব ভাল শট দিয়েছিল সইফ।’’
১৯৯৯ সালে মুক্তি পায় ‘হম সাথ সাথ হ্যায়’। সেই বছর বক্স অফিসে উল্লেখযোগ্য ব্যবসা করে ছবিটি। উল্লেখ্য, ২০০৪ সালে সইফ এবং অমৃতার বিবাহবিচ্ছেদ হয়। ২০১২ সালে অভিনেত্রী করিনা কপূর খানকে বিয়ে করেন সইফ।