অমিভাতের বক্তব্য, অনুসরণকারীর সংখ্যার বিচারে যখন টিকচিহ্ন এমনিই ফিরে পাওয়া গেল, তা হলে কি “ পয়সা হজম?” — ফাইল চিত্র।
টুইটার-কর্তা ইলন মাস্কের জারি করা নতুন নিয়মের ফলে অন্য অনেক তারকার মতো টুইটারে ‘ব্লু টিক’ বা নীল ছাপ হারিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও। অল্প সময়ের মধ্যেই অবশ্য তা ফিরে পান তিনি। তবে ইতিমধ্যে তিনি সাবস্ক্রিপশন বাবদ যে টাকা দিয়ে ফেলেছেন সেটি কি আর ফেরত পাওয়া যাবে? এই বিভ্রান্তি কেন, ফের প্রশ্ন তুললেন অভিনেতা।
গত ২১ এপ্রিল নীল ছাপ হারানোর পর টুইটে অমিতাভ রসিকতা করে লিখেছিলেন, “ও টুইটার ভাই! শুনতে পাচ্ছেন? এ বার তো টাকা দিয়ে দিয়েছি... ওই যে নীল টিকটা হয় না, আমার নামের আগে আবার জুড়ে দিন, তা হলে লোকজন বুঝবে আমিই সেই অমিতাভ বচ্চন... হাত তো আগেই জোড় করেছি। এ বার কি পা ধরব?”
T 4623 - ए twitter भइया ! सुन रहे हैं ? अब तो पैसा भी भर दिये हैं हम ... तो उ जो नील कमल होत है ना, हमार नाम के आगे, उ तो वापस लगाय दें भैया , ताकि लोग जान जायें की हम ही हैं - Amitabh Bachchan .. हाथ तो जोड़ लिये रहे हम । अब का, गोड़वा जोड़े पड़ी का ??
— Amitabh Bachchan (@SrBachchan) April 21, 2023
এর পরই অন্যান্য তারকাদের মতো তিনিও নীল ছাপ ফেরত পেয়ে যান। তখন অমিতাভের মনে হয় টাকাটি মার গেল। সাম্প্রতিক আর একটি টুইটে হালকা চালেই অমিতাভ তাঁর উদ্বেগ-উৎকণ্ঠার কথা ব্যক্ত করলেন গোটা বিষয়টি নিয়ে। হিন্দিতে নিজের বক্তব্য জানালেন তিনি।
ইলন মাস্কের উদ্দেশে তিনি লিখলেন, “তুমি বলেছিলে, নীল টিকচিহ্ন ফিরে পেতে আমাদের টাকা দিতে হবে। ইতিমধ্যেই তো আমি সেটা করেছি। এখন তুমি বলছ, যাদেরই এক লাখের উপরে অনুসরণকারী আছে টুইটারে, তাদের টিকচিহ্ন এমনিতেই থাকবে। টুইটারে আমার অনুসরণকারী ৪৮.৪ লক্ষ। এ দিকে টাকাও তো দিয়েছি। সেটার কী হবে? এখন কী করব?” অমিভাতের বক্তব্য, অনুসরণকারীর সংখ্যার বিচারে যখন টিকচিহ্ন এমনিই ফিরে পাওয়া গেল, তখন তাঁর কথায়, “পয়সা হজম?”
অনেক তারকাই চিহ্নহারা হয়ে পড়েছিলেন টুইটারে। সম্প্রতি টুইটারের তরফে জানানো হয়, এক লক্ষের বেশি অনুসরণকারী যাঁদের, তাঁরা ব্লু টিক ফিরে পাবেন এমনিতেই। এই চিহ্ন নিশ্চিত করে দেয়, প্রোফাইলটি সত্যি সত্যি ওই তারকার। এ দিকে, নীল ছাপ ফিরে পেতেই টুইটারের কর্ণধারকে করজোড়ে ধন্যবাদ জানিয়েছিলেন অমিতাভ। টুইটার-কর্তার জন্য ‘মোহর’ ছবির ‘তু চিজ় বড়ি হ্যায় মস্ত মস্ত’ গানটি নিজের মতো করে লিখে মেতেছিলেন রসিকতায়। অমিতাভ ইলনকে উদ্দেশ করে লিখেছিলেন, “তু চিজ় বড়ি হ্যায় মাস্ক মাস্ক, তু চিজ় বড়ি হ্যায় মাস্ক।”
তাঁর রসবোধে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। যদিও অমিতাভ নিজেই যে মনঃক্ষুণ্ণ, তা বোঝা গেল তাঁর সাম্প্রতিক টুইটে। বোঝা যায়, নীল ছাপ ফিরে পাওয়ার জন্য গোটা বছরের টাকাই দিয়ে ফেলেছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy