Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Amitabh Bachchan wishes Namashi

ছবি মুক্তির আগেই প্রাপ্তি, বিগ-বির কাছে কৃতজ্ঞ মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে

বলিউডে হাতেখড়ি হতে চলেছে মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তীর। তার আগেই বিগ-বির কাছ থেকে উপহার পেলেন ভাবী অভিনেতা।

Photograph of Amitabh Bachchan and Namashi Chakraborty.

আসন্ন বলিউড ডেবিউ, নমশিকে শুভেচ্ছা জানালেন বিগ বি। গ্রাফিক্স: সনৎ সিংহ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১০
Share: Save:

নব্বইয়ের দশকে একসঙ্গে অভিনয় করেছেন ‘অগ্নিপথ’-এর মতো জনপ্রিয় ও বিখ্যাত ছবিতে। একুশ শতকের বলিউডে নিজেদের জায়গা তৈরি করতে মরিয়া তাঁদের সন্তানেরা। অমিতাভ বচ্চন ও মিঠুন চক্রবর্তী। অমিতাভের ছেলে অভিষেক ইতিমধ্যেই বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয় করেছেন ‘গুরু’, ‘পা’-এর মতো সমালোচক প্রশংসিত ছবিতে। মিঠুন চক্রবর্তীর বড় ছেলের পর এ বার বলিউডে হাতেখড়ি হতে চলেছে তাঁর ছোট ছেলে নমশি চক্রবর্তীর। ছবি মুক্তির আগে নমশিকে শুভেচ্ছাবার্তা পাঠালেন তাঁর প্রিয় ‘অমিত আঙ্কল’।

২০২০ সালে মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। সাজিদ কুরেশি প্রযোজিত ‘ব্যাড বয়’ ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি। তাঁর বিপরীতে রয়েছেন আরও এক নবাগতা আমরিন কুরেশি। ছবির প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে তিনি। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘গান্ধী গডসে— এক যুদ্ধ’ খ্যাত পরিচালক রাজকুমার সন্তোষী। ছবির একটি গানের কিছু অংশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সেই পোস্টের মাধ্যমেই নমশি ও আমরিনকে শুভেচ্ছা জানান বিগ-বি। বিগ-বির শুভেচ্ছাবার্তায় সাড়া দিয়ে নমশি লেখেন, ‘‘লভ ইউ অমিত আঙ্কল।’’ অমিতাভকে ধন্যবাদ জানান নবাগতা আমরিনও।

২০০৮ সালে ‘জিমি’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। পরবর্তী কালে ‘হন্টেড-থ্রিডি’, ‘ইশ্‌কেদারিয়াঁ’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু বলিউডে নয়, টলিউডের ছবিতেও অভিনয় করেছেন মহাক্ষয়। তবে অভিনয় জগতে তেমন ভাবে দাগ কাটতে পারেননি মিঠুনের বড় ছেলে। এ বার নমশির পালা। বলিউডে তাঁর গ্রাফের অভিমুখ কোন দিকে? জবাব মিলবে তাঁর প্রথম ছবির মুক্তির পরে।

অন্য বিষয়গুলি:

Namashi Chakraborty Amitabh Bachchan Mithun Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy