ব্লু টিক ফিরে পেতেই টুইটারের কর্ণধারকে করজোড়ে ধন্যবাদ জানালেন অমিতাভ। ছবি: সংগৃহীত।
দিন কয়েক আগেই টুইটারের কর্ণধার ঘোষণা করেন, ২০ এপ্রিল টুইটার ব্যবহারকারীদের নামের পাশে ব্লু টিক লুপ্ত হবে। বলিউডের একাধিক নামজাদা তারকা খুইয়েছেন তাঁদের নামের পাশের সেই নীল চিহ্ন। যাঁদের মধ্যে অমিতাভ বচ্চন ছিলেন অন্যতম। ব্লু টিক হারিয়ে যেতেই টুইটে অমিতাভ রসিকতা করে লিখলেন, “ও টুইটার ভাই! শুনতে পাচ্ছেন? এ বার তো টাকা দিয়ে দিয়েছি... ওই যে নীল টিকটা হয় না, আমার নামের আগে আবার জুড়ে দিন, তা হলে লোকজন বুঝবে আমিই সেই অমিতাভ বচ্চন... হাত তো আগেই জোড় করেছি। এ বার কি পা ধরব??” তবে চব্বিশ ঘণ্টা অতিক্রম করতেই ফিরে পেলেন বিগ বি তাঁর সাধের ব্লু টিক। তার পরই টুইটার কর্ণধারের উদ্দেশে যা করলেন অভিনেতা, তা চমকপ্রদ।
ব্লু টিক ফিরে পেতেই টুইটারের কর্ণধারকে করজোড়ে ধন্যবাদ জানান। মাস্কের জন্য ‘মোহরা’ ছবির ‘তু চিজ় বড়ি হ্যায় মস্ত মস্ত’ গানটি নিজের মতো করে লিখলেন। শেহনশাহ টুইট করে লেখেন, ‘‘তু চিজ় বড়ি হ্যায় মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্যায় মাস্ক।’’
এই নীল টিকের উপযোগিতা কী? আসল অ্যাকাউন্ট আর নকল বা ফেক অ্যাকাউন্টের মধ্যে তফাত করত টুইটারের নীল টিক। গত বৃহস্পতিবার থেকে বিনামূল্যে সেই সুবিধা আর পাচ্ছেন না গ্রাহকরা। মাসে ৬০০ থেকে ৭০০ টাকার সাবস্ক্রিপশন চার্জ দিলে তবেই এই সুবিধা মিলবে আবার। ইলন মাস্কের ঘোষণার পর বহু তারকাই সাবস্ক্রাইব করেছেন টাকা দিয়ে। অমিতাভও সেই টাকা দিয়েছিলেন। তার পরও সেই টিক খোয়া যেতেই অসন্তোষ প্রকাশ করেন অভিনেতা। যদিও নীল টিক ফিরে পেতেই রসিকতায় মাতলেন অমিতাভ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy