তাঁরা তারকা হলেও সাধারণ মানুষের মতো। বললেন অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।
তারকা বলে কি তাঁরা মানুষ নন! কৌন বনেগা ক্রোড়পতি-র ‘হট সিটে’ বসে এমনই জানালেন অমিতাভ বচ্চন। বলিউড তারকা হলেও আর পাঁচটা সাধারণ মানুষের মতো একই জামাকাপড় বার বার পরেন তাঁরা। নিজের হাতে সেগুলি কাচাকাচি করে ইস্ত্রিও করেন। তার পর গোছগাছ করে আলমারিতে তুলে রাখেন। কেবিসি-র এক প্রতিযোগিনীর প্রশ্নের মুখে পড়ে বেরিয়ে এল বিগ বি-র ‘মাটির কাছাকাছি থাকা’ চেহারা।
কেবিসি-র সঞ্চালক হিসেবে প্রশ্ন করাই তো অমিতাভের কাজ! তবে এই গেম শোয়ের ১৪তম মরসুমের সাম্প্রতিক পর্বে উল্টো ছবিও দেখা গেল। পিঙ্কি জাওয়ারানির চোখা চোখা প্রশ্নের মুখে পড়লেন স্বয়ং অভিতাভ।
৭৯ বছরের সুপারস্টারের কাছে পিঙ্কির অকপট মন্তব্য, ‘‘একই জামাকাপড়ে আপনাদের (তারকাদের) তো কখনও দেখি না! তাই জানতে চাইছি, আপনারা কি কখনও একই জামা দ্বিতীয় বার পরেন?’’ এমন প্রশ্নের জবাব যে দিতে হবে, তা কখনও ভেবেছিলেন অমিতাভ? তবে ঘাবড়ে না গিয়ে সাফ বলেন, ‘‘আপনারা আমাদের একই জামাকাপড়ে দেখেন না বটে, তবে আমরা তেমন করি।’’ এর পরেও অমিতাভের দিকে প্রশ্নবাণ ছুড়েছেন পিঙ্কি। এ বার তাঁর প্রশ্ন, ‘‘আপনাদের বাড়িতে জামাকাপড় কাচা হয়?’’ এ বার আর হাসি চাপতে পারেননি অমিতাভ। সে সব সামলে বলেন, ‘‘অবশ্যই! মাঝেমধ্যে তো আমি নিজের জামাকাপড় কাচি। আপনারা আমাদের কী ভাবেন! তারকা হলেও আমরা আপনাদের থেকে আলাদা নই। যে সব জামাকাপড় পরি, তা কেচে, ইস্ত্রি করে গুছিয়ে আলমারিতেও তুলে রাখি।’’
যদিও পিঙ্কির প্রশ্নবাণের ঠেলায় এক সময় স্বয়ং অমিতাভেরও মনঃসংযোগ টলে গিয়েছিল। তাঁর অকপট মন্তব্য, ‘‘হে ভগবান! এই গেমে তো আমার মনোযোগ একেবারে উড়ে গিয়েছে। চতুর্থ প্রশ্নের বদলে ‘ফোর্থ ওয়াশিং’ বলতে গিয়েছিলাম!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy