প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।
ভারতীয় চলচ্চিত্রের তিনি ‘মহীরূহ’। তাঁর অভিনয় দক্ষতা এখনও তাক লাগিয়ে দেয় দর্শকমহলে। যুগ যুগ ধরে রুপোলি পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি অটুট রয়েছে। তাঁর ক্যারিশ্মায় এখনও মেতে রয়েছে আসমুদ্রহিমাচল। তিনি অমিতাভ বচ্চন। মঙ্গলবার আশি বছরে পদার্পণ করলেন ‘বিগ বি’। জন্মদিনে অগণিত শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই পেয়েছেন মেগাস্টার। যার মধ্যে অন্যতম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা।
অমিতাভের জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। শুভেচ্ছাবার্তায় মোদী লিখেছেন, ‘‘৮০ তম জন্মদিনে অমিতাভ বচ্চনজিকে অনেক শুভেচ্ছা। দেশের অন্যতম অসাধারণ চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মনোরঞ্জন করে মুগ্ধ করেছেন। ওঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।’’ বস্তুত, নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অমিতাভ। গুজরাত সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও দেখা গিয়েছিল বিগ বি-কে।
A very happy 80th birthday to Amitabh Bachchan Ji. He is one of India’s most remarkable film personalities who has enthralled and entertained audiences across generations. May he lead a long and healthy life. @SrBachchan
— Narendra Modi (@narendramodi) October 11, 2022
‘শাহেনশাহ’-এর জন্মদিনে সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন তাঁর কন্যা শ্বেতা বচ্চন। বাবার সঙ্গে কাটানো ছোটবেলার নানা মুহূর্তের ছবি পোস্ট করে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা। ‘‘তোমার মতো আর কেউ নেই, আর কখনও তোমার মতো কেউ হবে না’’— এই কথা লিখে দাদুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভের নাতনি নব্যা।
অন্য দিকে, জন্মদিনের আগের দিনই, সোমবার সমাজমাধ্যমে নিজের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে এনে চমকে দিয়েছেন বিগ বি। আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘উঁচাই’। এই ছবিতে অমিতাভের চরিত্রের নাম অমিত শ্রীবাস্তব। পোস্টারের ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, ‘‘রাজশ্রী ফিল্মসের বিশেষ ছবি... ১১ নভেম্বর উঁচাইয়ে অমিত শ্রীবাস্তব রূপে আমায় দেখুন। সুরজ বরজাতিয়ার এই ছবি বন্ধুত্ব ও জীবন নিয়ে উদ্যাপনের।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy