Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Ayushmann Khurrana

আয়ুষ্মান, তুমি সুজিতের চারটে ছবি করে নিজেকে ‘বস’ ভাবছ: অমিতাভ

বেজায় চটেছেন অমিতাভ বচ্চন!

অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা।

অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০২০ ১৪:৫৬
Share: Save:

বেজায় চটেছেন অমিতাভ বচ্চন! তায় আবার যে সে লোকের ওপর নয়, 'গুলাবো সীতাবো'-য় তাঁর সহ অভিনেতা আয়ুষ্মান খুরানার ওপর। সোশ্যাল মিডিয়ায় পরিচালক সুজিত সরকারকে মাঝখানে রেখে অমিতাভ আর আয়ুষ্মানের বচসা শুরু হয় ফেসবুক লাইভে। দেখা যায় হলদে জ্যাকেট পরে অমিতাভ এসে সুজিতকে বাংলায় বলেন, " সুজিত কী খবর? সব ভাল তো?" সুজিতের মুখ থমথমে! কারণ তিনি আয়ুষ্মানকে ফোনে চেষ্টা করে যাচ্ছেন, পাচ্ছেন না। অমিতাভ-র সংলাপগুলো ছিল এইরকম...


অমিতাভ: আমি ঠিক সময়ে উপস্থিত হয়েছি। কিন্তু এই আজকালকার ছেলেদের দেখ! কখনও টাইমে আসে না। সারাক্ষণ মোবাইলে কথা। কী যে এত কথা!
অপেক্ষার পর আয়ুষ্মান আসেন।
অমিতাভ: এই যে এসছে।
সুজিত: হ্যাঁ, আয়ুষ্মান 'গুলাবো সীতাবো'-র ট্রেলর লঞ্চ হবে সে বিষয়ে আমরা কথা বলব। শুরু করি?
অমিতাভ: হ্যাঁ এ বার শুরু হোক।
আয়ুষ্মান: এক মিনিট স্যার আমি আসছি।( বলেই চলে যান)
অমিতাভ হতচকিত, সুজিত অপ্রস্তুত!
আয়ুষ্মান ফেরেন, খয়েরি রঙের জ্যাকেট পরতে পরতে।
অমিতাভ: আরে ভাই একটা সময় একটা কাজ করতে শেখো। কখনও ফোন করছ, কখনও জ্যাকেট পড়ছ...
আয়ুষ্মান: সরি স্যার মেকআপ নেই, হেয়ার ড্রেসার নেই , স্টাইলিস্ট নেই। ভাবলাম জ্যাকেটটা অন্তত...
অমিতাভ: ( প্রচণ্ড অধৈর্য হয়ে) এ বার শুরু তো করো! আমিই বলছি। 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান'...
আয়ুষ্মান: ( অমিতাভকে থামিয়ে) স্যার লক্ষ্ণৌতে আমাদের ছবি শুট হয়েছে। ইংরিজি বললে লোকে বুঝতে পারবে না!
অমিতাভ: ( ভীষণ বিরক্ত) হিন্দিতে বলছি তাহলে, 'দেবীও অর সজ্জন...'
আয়ুষ্মান: এক মিনিট স্যার! আপনি যে ভাবে বলছেন দেবীও সজ্জন মনে হচ্ছে কৌন বনেগা ক্রোড়পতি-র দর্শকদের উদ্দেশ্যে বলছেন।
অমিতাভ: আরে মহিলাদের 'দেবী' বলছি। পুরুষদের 'সজ্জন'। এতে খারাপ কী? তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি কেবিসির হট সিটে বসে আছো! বসিং করা বন্ধ করা। সুজিত সরকারের সঙ্গে চারটে ছবি করেছো কি আমার ওপর বসিং করছো?
আয়ুষ্মান: স্যার, আপনি এত ছবি আর কমার্শিয়াল করেছেন। আমি তো শুধু 'ভিকি ডোনার' করেছি। আপনি অনেক সিনিয়র!
অমিতাভ: সিনিয়র, জুনিয়র ছাড়ো। তুমি সিনিয়র আমি জুনিয়র।
সুজিত: স্যার শুধু ট্রেলর লঞ্চের কথাই তো বলতে হবে। আপনারা যে কেউ করে দিন না...
অমিতাভ: যে কেউ! আমরা যে কেউ!
আয়ুষ্মান: স্যার আপনি করুন না।
অমিতাভ: নাহ তুমি করো।
আয়ুষ্মান: স্যার আপনি আগে!
অমিতাভ: আরে ভাই এই আপনি আগে আপনি আগে করে তো গাড়ি চলে যাবে...
এ ভাবেই কথোপকথনের মধ্যে দিয়ে গুলাবো আর সীতাবো তাঁদের পরিচালককে নিয়ে মজাদার ফেসবুক লাইভে নেটাগরিকদের মন ভরিয়ে রেখেছিল।
আজ বিকেল চারটে অ্যামাজন প্রাইমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এই ছবির ট্রেলর। ১২ জুন মুক্তি পাচ্ছে বহু আলোচিত এই ছবি ‘গুলাবো সিতাবো’। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা অভিনীত কমেডি ছবিটি দেশজুড়ে প্রিমিয়ারের ঘোষণা করা হয়েছে।

দেখুন সেই লাইভ

লকডাউনের ফলে ওটিটি প্ল্যাটফর্মের দিকেই ঝুঁকছেন পরিচালক এবং প্রযোজকরা।

এই ছবিটি ছাড়া অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’, রাজকুমার রাও অভিনীত ছবি ‘লুডো’, জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’সহ আরও বেশ কিছু ছবি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তির কথা শোনা যাচ্ছে।

আরও পড়ুন- শেহনাজ গিলের বাবার বিরুদ্ধে বন্দুক ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ

অন্য বিষয়গুলি:

Ayushmann Khurrana Amitabh BACCHAN GULABO SITARO Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy