ইউটিউব এখন ভারতের বিনোদন দুনিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভারতীয়ই এখন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং-এর পাশাপাশি ইউটিউব ব্লগিংকেও বেছে নিচ্ছে তাদের কেরিয়ার অপশন হিসাবে। এই পেশাই তাদের এনে দিচ্ছে নাম, যশ আর অর্থ। এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের মাসিক আয় প্রায় কয়েক লক্ষ। ভারতীয় ইউটিউবারদের সম্পর্কে এই তথ্যগুলি জানেন কি?
‘বিবি কি ভাইনস’ ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর ভুবন বাম এখন ভারতীয় সোশ্যাল মিডিয়ার অন্যতম ‘হার্ট-থ্রব’। ২০১৫ সালে তিনি শুরু করেছিলেন তাঁর এই চ্যানেল। মূলত কমেডি কনটেন্ট নিয়েই তিনি ভিডিয়ো পোস্ট করেন চ্যানেলে। তাঁর পাশাপাশি ভাল গানও করেন এই উঠতি তারকা। ‘ওয়ার্ল্ড ব্লগারস অ্যাওয়ার্ড’-এ ভুবন পেয়েছেন ২০১৯ এর সেরা গ্লোবাল এন্টারটেইনার অ্যাওয়ার্ড।