Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Entertainment News

বাংলা ছাড়া আরও পাঁচ ভাষায় মুক্তি পেল ‘আমাজন অভিযান’

গত ২২ ডিসেম্বর বাংলা ভাষায় মুক্তি পেয়েছে দেব অভিনীত এই ছবি। বক্স অফিসে এখনও পর্যন্ত সাফল্য এসেছে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও এই ছবি একই রকম সাফল্য পাবে বলে আশাবাদী প্রযোজক সংস্থা এসভিএফ।

‘আমাজন অভিযান’-এর একটি দৃশ্য।

‘আমাজন অভিযান’-এর একটি দৃশ্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ১৩:৩৯
Share: Save:

এ যেন পাঁচে পাঁচ। পাঁচ জানুয়ারি জাতীয় স্তরে পাঁচটি ভাষায় মুক্তি পেল ‘আমাজন অভিযান’। হিন্দি, তামিল, তেলগু, অসমিয়া এবং ওড়িয়া ভাষাতে মুক্তি পেল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এখনও পর্যন্ত টলিউডের সবচেয়ে বড় বাজেটের এই ছবি।

গত ২২ ডিসেম্বর বাংলা ভাষায় মুক্তি পেয়েছে দেব অভিনীত এই ছবি। বক্স অফিসে এখনও পর্যন্ত সাফল্য এসেছে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও এই ছবি একই রকম সাফল্য পাবে বলে আশাবাদী প্রযোজক সংস্থা এসভিএফ।

ওই সংস্থার সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনির কথায়, ‘‘আমরা দর্শককে সেরা সিনেমাটা দেখাতে চাই। বাংলায় আমাজন অভিযানের রেসপন্স দেখে আমরা অভিভূত। আমরা নিশ্চিত জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও সব বয়সের দর্শক একই ভাবে এই ছবিকে গ্রহণ করবেন।’’ বাংলা ছাড়া বাকি ভাষাতে এই ছবির নাম ‘আমাজন অ্যাডভেঞ্চার’।

আরও পড়ুন, দৃষ্টিসুখের উল্লাস পেতে দেখে ফেলাই যায় ‘আমাজন অভিযান’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE