Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Anwesha Hazra

‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের ঊর্মি এ বার বড় পর্দার নায়িকা, কোন ছবিতে দেখা যাবে?

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল খ্যাত ঊর্মি অর্থাৎ অন্বেষা হাজরাকে খুব শীঘ্রই দেখা যাবে বড় পর্দায়।

Amader ei poth jodi na sesh hoy serial fame Annwesha Hazra make her tollywood debut in chini 2 movie

টলিউডে অন্বেষার অভিষেক, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে? — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১৪:২৮
Share: Save:

‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল শেষ হয়েছে মাস কয়েক পেরিয়েছে। ঊর্মি নামে ঘরে ঘরে জনপ্রিয়তা পান অভিনেত্রী অন্বেষা হাজরা। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে অন্বেষা বড় পর্দার নায়িকা। তাঁকে দেখা যাবে ‘চিনি ২’ ছবি। মৈনাক ভৌমিক পরিচালিত ‘চিনি’-র দ্বিতীয় ভাগ। মুখ্য চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার।

চিনি যদি মধুমিতা হন, তা হলে অন্বেষাকে কোন চরিত্রে দেখা যাবে? আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, ‘‘আমি জানি এই প্রশ্নগুলো আসবে। তা-ও বলব, চরিত্রটা গুরুত্বপূর্ণ কিন্তু নামটা এখনই খোলসা করতে পারছি না। তবে খুবই কৃতজ্ঞ এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে।’’

কিন্তু এই ছবির প্রস্তাব এল কী ভাবে?

অন্বেষা বলেন, ‘‘এসভিএফের তরফ থেকেই যোগাযোগ করা হয়। বলা হয় একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে। যে দিন চিত্রনাট্য পাঠান বাড়িতেই অডিশনের গোটা পার্টটা শুট করে পাঠাই। সে দিন দুপুরে চরিত্রের জন্য বেছে নেওয়া হয়।’’

সিরিয়াল শেষ শুটিং ছাড়া বাদ বাকি সময় কাটছে কী ভাবে? অন্বেষা জানান, পুরো সময়টা ঘুমিয়ে কাটাচ্ছেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি যখন শুটিংয়ে থাকি অনেক বেশি নিয়মে থাকি। শুটিং থাকলে আমি অনেক বেশি ভাল মেয়ে হয়ে থাকি। না থাকলেই তখন দিনের রুটিন না ওটপালট হয়ে যায়।’’

অন্য বিষয়গুলি:

Anwesha Hazra TV Actress Bengali Serial
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy