Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Pushpa 2 : The Rule

বার বার পিছিয়েছে মুক্তির তারিখ, এ বার সময়ের আগেই পর্দায় আসতে চলেছে ‘পুষ্পা ২’

কথা ছিল ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। কিন্তু ফের তারিখ পরিবর্তন। পূর্ব নির্ধারিত তারিখের আগেই মুক্তি পাচ্ছে এই ছবি।

Allu Arjun starrer Pushpa 2 movie release date a day earlier from previous date

অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ২০:০৮
Share: Save:

অতিমারি পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে সবচেয়ে সফল ছবি ‘পুষ্পা’। ২০২১-এ ছবিটি মুক্তি পায়। বক্স অফিসেও দারুণ ব্যবসা করে ছবিটি। চলতি বছরে স্বাধীনতা দিবসে ‘পুষ্পা ২’-এর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে ডিসেম্বরে চূড়ান্ত করেন। কথা ছিল ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। কিন্তু ফের তারিখ পরিবর্তন। পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে প্রেক্ষাগৃহে আসতে চলেছে পুষ্পা রূপী অল্লু। অভিনেতার সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট দিয়ে জানানো হয় ছবিমুক্তির নতুন তারিখ ৫ ডিসেম্বর।

‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির সাফল্যের পরেই এর দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। গত বছরের শেষের দিকে ছবির কাজে হাতও দিয়েছিলেন পরিচালক সুকুমার। ৪০ শতাংশ শুটিং হয়ে যাওয়ার পর আচমকা বন্ধ হয়ে যায় শুটিং। পরিচালক ফের নতুন করে শুটিং শুরু করেন। গতবারের বিপুল সাফল্যের পর এ বার একেবারে নিখুঁত ভাবে দর্শকের সামনে আনতে চাইছেন পুষ্পাকে। মাঝে অবশ্য দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে অল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তেমনই রশ্মিকার সঙ্গে অল্লুর গানও ইতিমধ্যেই জনপ্রিয়। বাকিটা ক্রমশ প্রকাশ্য।

অন্য বিষয়গুলি:

Pushpa 2 : The Rule South Indian Film Allu Arjun Film Release
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy