Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Ranbir Kapoor

Ranbir-Alia: দেখতে দেখতে দাম্পত্যের ১ মাস পার ‘রণলিয়া’র, ফিরে দেখলেন ভালবাসার ছবি

ক্যালেন্ডারের পাতা বলছে, ঠিক এক মাস আগে ‘মিস ভট্ট’ থেকে ‘মিসেস কপূর’ হয়েছিলেন আলিয়া। ১৪ এপ্রিল থেকে দাম্পত্যের সূচনা তাঁদের।

রণবীর-আলিয়ার বিয়ের এক মাস।

রণবীর-আলিয়ার বিয়ের এক মাস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২০:০৭
Share: Save:

শনিবারের সকালটা কি বাকি দিনগুলোর থেকেও বেশি মিষ্টি রণবীর কপূর, আলিয়া ভট্টের কাছে?

হঠাৎ এমন প্রশ্ন কেন? ক্যালেন্ডারের পাতা বলছে, শনিবার, ১৪ মে-র ঠিক এক মাস আগে ‘মিস ভট্ট’ থেকে ‘মিসেস কপূর’ হয়েছিলেন আলিয়া। পাঁচ বছরের প্রেমে ইতি। ১৪ এপ্রিল থেকে দাম্পত্যের সূচনা। আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়েছিল কপূর-ভট্ট পরিবার। দেখতে দেখতে সেই দাম্পত্যের এক মাস পার। নিশ্চয়ই উদযাপনে মেতেছেন নতুন মিঞা-বিবি?

আলিয়ার ইনস্টাগ্রাম বলছে, বিশেষ দিনের স্মৃতিতে বিশেষ ছবিই বাছাই করেছেন ‘মিসেস কপূর’।প্রথমটি মেহেন্দি অনুষ্ঠানের। পরম নির্ভরতায় রণবীরের গলা জড়িয়ে তাঁর জীবন-নায়িকা। ভালবাসার আবেশে একে অন্যের মধ্যে যেন হারিয়ে গিয়েছেন। দ্বিতীয়টি রিসেপশনের। সাদা-কালো ছবিতে প্রেমের উচ্ছ্বাস! তৃতীয়টিতে দু’জনের মুখে যেন যুদ্ধজয়ের হাসি। রণবীর এই ছবিগুলোই ভাগ করে নিয়েছেন তাঁর নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে।

ছবি ভাগ করে নিতেই যথারীতি অনুরাগীদের ‘রণলিয়া-ম্যানিয়া’ শুরু। শুভেচ্ছা, ভালবাসা বাঁধ ভেঙেছে মন্তব্য বাক্সে। কারও দাবি, এঁরাই নাকি একুশ শতকের রোমিও-জুলিয়েট। কেউ বলেছেন, ‘ওঁদের সারা শরীরে ভালবাসার মায়া। জুটির বন্ধন অটুট। হাজার ঝড়-ঝাপটাতেও ভাঙবে না!’ করিনা কপূর খানের ননদ সাবা পতৌদি খানও ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন সেখানে। রণবীর-আলিয়া পরস্পরকে কী উপহার দিলেন? সে খবর অবশ্য এখনও অজানা।

অন্য বিষয়গুলি:

Ranbir Kapoor Alia Bhatt Wedding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy