ধার করা গাড়িতে কপূরদের বাড়ি গেলেন আকাশ অম্বানী। —ফাইল ছবি
রণবীর কপূর আর আলিয়া ভট্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁদের বন্ধু তথা মুকেশ অম্বানীর ছেলে আকাশ। যাওয়ার সময় ‘ধার’ নিয়েছিলেন একটি গাড়ি। সূত্রের খবর, সেই বেন্টলি বেন্টায়গা ভিএইট গাড়িটির দাম চার কোটি ১০ লক্ষ টাকা।
সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রায় কপূরদের বাড়ি গিয়েছিলেন আকাশ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শ্লোকা মেহতাও। নৈশভোজের সেই আড্ডায় যাওয়ার সময় ক্যামেরাবন্দি হন দু’জন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা গিয়েছে অম্বানীদের সাদা রঙের ঝকঝকে গাড়িটি। যা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। ঠিক কী কারণে রণবীর-আলিয়ার কাছে গিয়েছিলেন অম্বানীর পুত্র এবং পুত্রবধূ, তা স্পষ্ট করে জানা যায়নি।
The Ambani's arrive at Ranbir Kapoor and Alia Bhatt's residence for dinner!#AkashAmbani #ShlokaMehta #RanbirKapoor #AliaBhatt #ETimes @aliaa08 pic.twitter.com/8ZiVY5v3YY
— ETimes (@etimes) September 23, 2022
কিন্তু কার কাছ থেকে গাড়িটি ‘ধার’ করলেন আকাশ?
জানা গিয়েছে, বাবা মুকেশের নতুন গাড়িটিই ‘ধার’ নিয়েছিলেন আকাশ। রণবীর-আলিয়াদের সঙ্গে দেখা করতে এই গাড়ি বেছে নিয়েছেন তিনি। গত জুলাই মাসে নতুন এই বেন্টলি বেন্টায়গা ভিএইট গাড়িটি কিনেছেন মুকেশ অম্বানী। এ ছাড়া বেন্টলি বেন্টায়গার আরও দু’টি গাড়ি রয়েছে তাঁর। সেগুলির একটি সবুজ এবং একটি খয়েরি রঙের। কয়েকটি সূত্রের দাবি, এই গাড়ি ভারতে প্রথম ব্যবহার করেছেন অম্বানীরাই।
বেন্টলি বেন্টায়গা জনপ্রিয় একটি ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড। এর ভিএইট সংস্করণটি প্রথম বাজারে আসে করোনা অতিমারির শুরুর দিকে। এতে রয়েছে ৪.০ লিটার টুইন-টার্বোচার্জড ভিএইট পেট্রল ইঞ্জিন। পরিসংখ্যান অনুযায়ী, এক লিটার তেল খরচ করে এই গাড়ি ৭.৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। নির্মাতাদের দাবি, গাড়ির নকশা এবং আরামের দিক থেকে এসইউভিগুলির মধ্যে বেন্টায়গাই সেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy