Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Aishwarya Rai Bachchan-Aaradhya Bachchan

ঐশ্বর্যাকে ছাপিয়ে গেল কিশোরী আরাধ্যা! বাপ-ঠাকুরদার ধারা নিয়ে নতুন করে চর্চা শুরু

উচ্চতায় আরাধ্যা যে বাবা অভিষেক আর ঠাকুরদা অমিতাভ বচ্চনের ধারা বহন করছে, তা বলে দিতে হয় না। এক সময় বলিউডে অমিতাভ ছিলেন সর্বাধিক উচ্চতা সম্পন্ন নায়ক। তাঁর উচ্চতা প্রায় ৬.১ ফুট।

Aishwarya Rai and Aaradhya Bachchan attend a wedding fans notice the star kid has a similarity with grandfather Amitabh Bachchan

ভাইরাল হয়েছে এই ছবিই। (বাঁ দিক থেকে) ঐশ্বর্যার মা বৃন্দা রাই, আরাধ্যা বচ্চন ও ঐশ্বর্যা রাই। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০
Share: Save:

সদ্য তেরো বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের সন্তান আরাধ্যা। গত কয়েক মাস ধরে সমানে চর্চা চলেছে তার বাবা-মায়ের সম্পর্ক নিয়ে। বচ্চন পরিবারের ভাঙন ও তার চুলচেরা বিশ্লেষণে ডুবে রয়েছে গোটা দেশের বিনোদন মহল। সত্যিই কি অভিষেক আর ঐশ্বর্যার সম্পর্কে দূরত্ব বেড়েছে! সন্দেহ ঘনিয়েছে আরও এক বার। তারই মধ্যে অনুরাগীদের নজর কেড়েছে কিশোরী আরাধ্যা।

এমনিতেই মায়ের সঙ্গে তাঁর সখ্য নিয়ে আলোচনা কম নয়। ছোটবেলা থেকেই মেয়েকে নিজের সঙ্গে সর্বত্র নিয়ে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যে দিন থেকে বচ্চন-বাড়ি ছেড়েছেন ঐশ্বর্যা, আলোচনা শুরু হয়েছে তাঁর দাম্পত্য জীবনের টানাপড়নে নিয়ে, সে দিন থেকে আরাধ্যা যেন তাঁর নিত্য সঙ্গী। অম্বানী পরিবারের বিবাহবাসর হোক বা প্যারিসের ফ্যাশন সপ্তাহ, সর্বত্র আরাধ্যাকে দেখা গিয়েছে মায়ের সঙ্গে। এমনকি, সব জায়গায় কেন মেয়েকে নিয়ে যান তিনি, সংবাদিকদের এমন প্রশ্নের মুখেও পড়তে হয়েছে ঐশ্বর্যাকে। উত্তরে ঐশ্বর্যা তাঁর মেয়ের হাত ধরে বলেছিলেন, “ও আমার মেয়ে। ও সব জায়গায় আমার সঙ্গে যাবে।”

এরই মধ্যে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গেই দেখা গিয়েছে তাকে। অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদ জল্পনায় খানিকটা হলেও জল পড়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে একটি বিবাহ অনুষ্ঠানের ছবি। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অভিষেক ও ঐশ্বর্যাকে। সে ছবি বর্তমানের না অতীতের, তা নিয়ে অবশ্য আরও একপ্রস্ত আলোচনা শুরু হয়েছে।

Aishwarya Rai and Aaradhya Bachchan attend a wedding fans notice the star kid has a similarity with grandfather Amitabh Bachchan

মাত্র কয়েক বছর আগে, মায়ের সঙ্গে ছোট্ট আরাধ্যা। ছবি: সংগৃহীত।

পাশাপাশি, আরও একটি ছবি নেটপাড়ায় আলোড়ন তুলেছে। সেটিও কোনও পারিবারিক উৎসবের ছবি। সেই ছবিতে মা আর দিদিমার মাঝখানে দাঁড়িয়ে মিষ্টি হাসছে আরাধ্যা। পরনে হালকা হলুদে আর রুপোলিতে মেশানো ঝলমলে ভারতীয় পোশাক। এ ছবিতে নেটাগরিকেরা লক্ষ করেছেন, ছোট্ট আরাধ্যার উচ্চতা। প্রায় মায়ের মাথা ছাড়িয়ে চলে গিয়েছে কিশোরী। এক সময় বালিকা আরাধ্যার কপালে ছড়িয়ে থাকত কুচো কুচো চুল। কৈশোরের দ্বারপ্রান্তে এসেই মেয়ের চুলের ধরন বদলে দেন ঐশ্বর্যা। এখন তাকে আর শিশু বলে মনে হয় না। বরং মায়ের পাশে সত্যিই তাঁর সখী বলে মনে হয়, এমনই মত অনুরাগীদের।

উচ্চতার ক্ষেত্রেও আরাধ্যা যে বাবা অভিষেক আর ঠাকুরদা অমিতাভ বচ্চনের ধারা বহন করছে, তা আলাদা করে বলে দিতে হয় না। এক সময় বলিউডে অমিতাভ ছিলেন সর্বাধিক উচ্চতা সম্পন্ন নায়ক। তাঁর উচ্চতা ১.৮৮ মিটার (প্রায় ৬ফুট ১ ইঞ্চি)। এক ধাপ এগিয়ে অভিষেকের উচ্চতা ১.৯ মিটার (প্রায় ৬ফুট ২ ইঞ্চি)। এ দিকে হিসাব বলছে, গত বছরও আরাধ্যার উচ্চতা ছিল ৪ ফুট ৪ ইঞ্চির কাছাকাছি। চলতি নভেম্বর-ডিসেম্বরে মায়ের মাথা ছুঁয়ে ফেলেছে সে। ঐশ্বর্যার উচ্চতা ১.৭ মিটার (প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি)।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বর্যা। ২০১১ সালে তাঁদের ঘরে আসে আরাধ্যা।

অন্য বিষয়গুলি:

StarKids Bollywood Star Amitabh Bachchan Abhishek Bachchan Aishwarya Rai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy