ষাট বছরে পা দিতে না দিতেই দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর নতুন প্রেমিকার। এ দিকে দুই প্রাক্তন স্ত্রী, তাঁদের তিন সন্তানের সঙ্গেও যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ছবির মতোই নিজের জীবনও ‘পারফেক্ট’ গুছিয়ে নিতে পারেন আমির খান! এক সময় তাঁর ‘চকোলেট বয়’ ইমেজ ছিল বলিউডে। পর্দার বাইরেও তাঁর প্রেমের গল্পগুলি রীতিমতো রোম্যান্টিক। সে সব কাহিনি কখনও গোপন করারও চেষ্টা করেননি অভিনেতা। এ দিক থেকেও তিনি বলিউডে ব্যতিক্রমী তো বটেই।
খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতে। সে সব কথা নিজেই জানিয়েছিলেন বলিউডের অন্যতম সফল ‘খান’। এমনকি রিনার মন পেতে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন বলে জানা যায়। তবু দীর্ঘ দাম্পত্য তাঁদের সফল হয়নি শেষ পর্যন্ত। দুই শিশুসন্তান থাকা সত্ত্বেও বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।
কিন্তু রিনার সঙ্গে বিচ্ছেদ নাকি অনেকটা প্রভাব ফেলেছিল আমিরের জীবনে। তাঁর দাবি, প্রথম বিবাহবিচ্ছেদের পর তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রাতের পর রাত মদ্যপান করতেন। প্রায় এক-দেড় বছর কোনও কাজে মন বসাতে পারেননি। আমির বলেন, “রিনা আর আমি আলাদা হয়ে যাওয়ার পর প্রায় ২-৩ বছর আমি যন্ত্রণা ভোগ করেছি। কোনও কাজ করতাম না, বাড়িতে একা থাকতাম। প্রথম এক বছর প্রচুর মদ্যপান করেছি।” এই সাক্ষাৎকারেই আমির দাবি করেছেন, এক সময় তিনি মদ ছুঁয়েও দেখতেন না। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ তাঁকে মদ্যপায়ী করে তুলেছে। তাঁর কথা, “বিচ্ছেদের পর আমি বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখত না, সে এক একদিনে এক এক বোতল মদ শেষ করে ফেলত। আমি ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম।”
আরও পড়ুন:
সম্প্রতি আমির দাবি করেছেন, এখন আর তিনি মদ্যপান করেন না। অভিনেতা মনে করেন, জীবনের মুখোমুখি দাঁড়়ানো খুব জরুরি। তাঁর কথায়, “নিজের ক্ষতগুলোর দিকে তাকাতে হবে, আর মেনে নিতে হবে এটা খুবই গুরুতর। মেনে নিতে হবে এক সময় যা তোমার ছিল, আজ আর তোমার নেই। ভাবতে হবে, সে যখন তোমার জীবনে ছিল, জীবনটা কত সুন্দর ছিল, আর এর পর তুমি তার অভাব কতটা অনুভব করবে।”
প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর আমির বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। বছর কয়েক আগে কিরণের সঙ্গেও বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন আমির। দু’-একজন নায়িকার নাম জড়িয়ে গিয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু সদ্য তিনি জানিয়েছেন, কোনও অভিনেত্রী নন, বলি দুনিয়ার বাইরের মানুষ গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। গত এক বছর একত্রবাসও করছেন।