বলিউডের অন্যতম সফল দম্পতি সইফ আলি খান ও করিনা কপূর খান। একটা সময়ে শাহিদ কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন বেবো। সেই সম্পর্কের কথা প্রায়ই শিরোনামে উঠে আসত। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। করিনার জীবনে আসেন সইফ। ‘টশন’ ছবির শুটিং থেকে শুরু হয় তাঁদের প্রেম। ২০১২ সালে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। বর্তমানে তাঁরা দুই সন্তানের মা-বাবা। বলা ভাল, কাজের পাশাপাশি সুখে সংসারও করছেন করিনা। কিন্তু একটা সময়ে কোনও অভিনেতা নন, করিনার মনে জায়গা করে নিয়েছিলেন এক রাজনীতিবিদ।
সিমি গারেওয়ালের অনুষ্ঠানে করিনাকে প্রশ্ন করা হয়েছিল, কার সঙ্গে প্রেম করতে চান। সেই প্রশ্নের উত্তরেই এক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছিলেন অভিনেত্রী। করিনা জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রেম করবেন। বেবো এ-ও জানিয়েছিলেন, তিনি নাকি প্রায়ই রাহুলের ছবির দিকে অপলকে তাকিয়ে থাকেন।
আরও পড়ুন:
বেবো বলেছিলেন, “আমার কি এটা বলা উচিত? জানি না, বলা উচিত কি না। জানি বিতর্কিত মন্তব্য। তা-ও এটা বলব।” এর পরেই তিনি রাহুল গান্ধীর নাম নেন। তাঁর কথায়, “আমি ওঁকে (রাহুল) আরও ভাল ভাবে জানতে চাই। আমি অভিনয় পরিবারের মেয়ে। তিনি রাজনৈতিক পরিবারের। তাই আমাদের রসায়ন বেশ ভালই হবে বলে মনে হয়।”
করিনার এই মন্তব্য বার বার চর্চায় উঠে এসেছে। কিছু দিন আগেও করিনা এই মন্তব্য করেছিলেন, “সেই সময়ে রাহুল সত্যিই দারুণ দেখতে ছিলেন।” পরে আর এক জায়গায় বলেছিলেন, রাহুল গান্ধীদের পদবি খুব জনপ্রিয় বলেই তাঁর নাম উল্লেখ করেছিলেন।