লোক হাসানোই তাঁর কাজ। ‘কমেডি’ শো করেন। ইউটিউবে নিজস্ব চ্যানেল রয়েছে, রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু ঘটনা হল, সামান্য তর-তম ঘটলেই হাস্যরস বদলে যেতে পারে করুণে। সময় রায়না এবং রণবীর ইলাহাবাদিয়ার ক্ষেত্রেও ঘটেছে তেমনই। সময়ের কৌতুকানুষ্ঠান ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এ গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন আর এক নেটপ্রভাবী রণবীর। তার পর ওই অনুষ্ঠানের সমস্ত পর্ব ইউটিউব থেকে মুছে দিতে বাধ্য হন সময়। দুই নেটপ্রভাবীর বিরুদ্ধে শুরু হয়েছে মামলাও।
কিন্তু সত্যিই কি দীর্ঘ দিনের ভক্তদের মন থেকে সময়কে মুছে ফেলা সম্ভব? উত্তর বোধহয় ‘না’। গত এক সপ্তাহের বিতর্কের পর শনিবার বিকেলে প্রথম বার ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেন সময়। আর তাতেই প্রমাণ হয়ে যায়, তাঁর অনুরাগীরা এখনও তাঁর পাশেই রয়েছেন। আসলে সে প্রমাণ সময় অনেক আগেই পেয়েছেন। তাই এই বিশেষ পোস্ট তিনি করেছেন।
আরও পড়ুন:
ইঙ্গিতপূর্ণ এই পোস্টে একটি শব্দও প্রয়োগ করেননি সময়। শুধু ব্যবহার করছেন দু’টি ইমোজি— একটি লাল হৃদয়ের, যা ভালবাসার প্রতীক, অন্যটি আলিঙ্গনের, যা অনুরাগীদের পাশে থাকার বার্তা বোঝাচ্ছে। এই বিশেষ পোস্ট সময় করেছেন শুধুমাত্র তাঁর ‘প্রাইভেট সাবস্ক্রাইবার’দের জন্য। এই পোস্টটি প্রায় সাড়ে ৭ হাজার মানুষ ‘লাইক’ করেছেন। বোঝাই যাচ্ছে জীবনের কঠিন সময়ে অনুরাগীদের পাশে পেয়েছেন সময়। সে জন্যই কৃতজ্ঞতা জানিয়েছেন এই পোস্টে। আবার অনুরাগীরাও তাঁকে ফিরিয়ে দিয়েছেন ভরসা।
সম্প্রতি সময় রায়নার ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’ শোয়ে রণবীর মন্তব্য করেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই সমালোচনায় বিদ্ধ তিনি। রণবীরের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।