Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Tiger 3

বছরের পর বছর ইদ ফেরাচ্ছে খালি হাতে, হিটের খোঁজে কি তাই ভাইজানের পাখির চোখ দীপাবলি?

২০১৯ সালে ‘ভারত’, ২০২১-এ ‘রাধে’, চলতি বছরে ‘কিসি কা ভাই কিসি কি জান’। গত কয়েক বছরে সলমন খানের তিনটি ছবিরই বক্স অফিস সাফল্য মনে রাখার মতো নয়।

Salman Khan.

সলমন খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১৯:২০
Share: Save:

গত কয়েক বছরে অতিমারি ও লকডাউনের জেরে বেশ কিছুটা ঝিমিয়ে পড়েছিল বিনোদন বাণিজ্য। বিশেষত, ওটিটি প্ল্যাটফর্মের রমরমায় প্রশ্নের মুখে পড়েছিল প্রেক্ষাগৃহগুলির ব্যবসা। চলতি বছরের প্রথম থেকে সেই খরা কাটিয়ে চাঙ্গা হয়েছে বক্স অফিস। সৌজন্যে, শাহরুখ খানের ‘পাঠান’। যশরাজ ফিল্মসের ওই ছবিতে শাহরুখকে অ্যাকশন হিরোর অবতারে দেখতে সিনেমাহলের বাইরে ভিড় জমিয়েছিলেন দর্শক ও অনুরাগীরা। তার পরে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’, ‘সত্যপ্রেম কি কথা’ ছবিও খুব একটা খারাপ ফল করেনি বক্স অফিসের পরীক্ষায়। চলতি বছরের ইদে বড় পর্দায় ফিরেছেন সলমন খানও। বলিউডের তিন খানের অন্যতম তিনি। বিশেষ করে, ইদের আবহে ভাইজানের ছবি এক সময় ‘অপ্রতিরোধ্য’ তকমাও অর্জন করেছিল। সেই তকমায় এখন অবশ্য ধুলো জমেছে। গত বেশ কয়েক বছর ধরে ইদের মরসুমেও ঝুলি খালি সলমনের। বক্স অফিস হিট তো দূরের কথা, ফ্লপের নিরিখেও নজির গড়েছেন ভাইজান।

চলতি বছরের ইদে মুক্তি পায় সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। বছর দুয়েক পরে ইদের মরসুমে বড় পর্দায় ফিরছেন ভাইজান। ছবি নিয়ে উৎসাহ কম ছিল না অনুরাগীদের। তবে সেই উৎসাহের তেজ বক্স অফিসের পরিসংখ্যানে দেখা যায়নি। ছবি মুক্তির পরে ভারতে ১৫০ কোটির ব্যবসাও করতে পারেনি ভাইজানের ছবি। ২০২১ সালে ইদের সময় মুক্তিপ্রাপ্ত ‘রাধে’র অবস্থা ছিল আরও শোচনীয়। অতিমারির আবহে প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সলমনের ওই ছবি। তার পরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে মাত্র ৬০ লক্ষ টাকার ব্যবসা করেছিল ‘রাধে’। তার বছর দুয়েক আগে ২০১৯ সালের ইদের মরসুমে মুক্তি পাওয়া ‘ভারত’ সলমনের শেষ হিট ছবি। তা-ও সেই ছবির ব্যবসা টেনেটুনে ২৫০ কোটির গণ্ডি পেরিয়েছিল। ১০০ কোটির বাজেটে তৈরি ছবির ক্ষেত্রে মাত্র ১৫০ কোটির লাভ এ যুগের বলিউডে সাফল্যের মাপকাঠি নয়।

চলতি বছরের ইদে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর বেনজির ভরাডুবির পর দীপাবলিতে মুক্তি পাচ্ছে সলমনের দ্বিতীয় ছবি ‘টাইগার ৩’। যশরাজ ফিল্মসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। পাশাপাশি, ‘পাঠান’-এর সাফল্যের পরে ‘স্পাই ইউনিভার্স’ তথা গুপ্তচর ব্রহ্মাণ্ড নিয়ে দর্শক ও অনুরাগীদের উৎসাহ আরও বেড়েছে। সব মিলিয়ে ‘টাইগার ৩’-এর বক্স অফিস পরিসংখ্যান নিয়ে আশাবাদী সলমন ও ওয়াইআরএফ। তবে গত কয়েক বছর ধরে ইদের মরসুমে দর্শককে হলমুখী করতে ব্যর্থ ভাইজান। পাশাপাশি, সিনেমার মতো প্রভাবশালী এক মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাবও অস্বীকার করা যায় না। নবরাত্রি, রামনবমী, হনুমান জয়ন্তীর মতো ধর্মীয় উদ্‌যাপনের হুল্লোড়ে দিন দিন ছাপিয়ে যাচ্ছে অন্য অনুষ্ঠানগুলিকে। সে কথা মাথায় রেখে অনুরাগীদের প্রেক্ষাগৃহে টানতেই কি দীপাবলির মতো এক উৎসবের আবহে নিজের ছবি মুক্তির দিকে ঝুঁকছেন ভাইজান?

অন্য বিষয়গুলি:

Tiger 3 Salman Khan Shah Rukh Khan Kisi Ka Bhai Kisi Ki Jaan Antim radhe Bharat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy