বিচ্ছেদের পথে হেঁটেছেন তমন্না ভাটিয়া ও বিজয় বর্মা, এমনই গুঞ্জন বলিপাড়ায়। দু’বছর একসঙ্গে থাকার পরে পথ আলাদা হয়েছে তাঁদের। জানা গিয়েছে, তমন্না বিয়ে করতে চেয়েছিলেন। সেখান থেকেই সমস্যার সূ্ত্রপাত। বিজয় নাকি এই মুহূর্তে বিয়ে করে থিতু হতে প্রস্তুত নন। যদিও বিচ্ছেদ নিয়ে বিবৃতি দেননি দু’জনের কেউই। এই জল্পনার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তমন্না।
ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছে। সমস্যা হচ্ছে না? এই প্রশ্নের উত্তরে তমন্না বলেন, “আমি মানুষজন খুব ভালবাসি। মানুষের সঙ্গ আমার খুব ভাল লাগে। এই তো, বিমানবন্দরে হঠাৎ এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। আমি তখন বিমানবন্দরে অন্যদের সঙ্গে ছবি তুলছিলাম। আমার ভালই লাগছিল সকলের সঙ্গে ছবি তুলতে।” সেই ভদ্রলোক নাকি তমন্নাকে বলেছিলেন, “শুনুন, আপনাকে ছবি তুলতে দেখে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আপনার ক্লান্ত লাগছে না?”
তখন তমন্না প্রত্যুত্তরে সেই ব্যক্তিকে বলেছিলেন, “এই কাজ আমি নিজে বেছে নিয়েছি। আমি মানুষের মধ্যে থাকতে ভালবাসি।” অভিনেত্রী জানান, অচেনা মানুষের সঙ্গে কথা বলতে তিনি ভালবাসেন। তাঁর কথায়, “অচেনা মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা খুব সুন্দর। আরও গভীর কথাবার্তা হয়। যদিও নিজের ব্যক্তিগত জীবন আমি ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। যতটুকু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ততটুকুই বলি।”
তমন্না ও বিজয়ের রসায়নে মুগ্ধ ছিলেন তাঁদের অনুরাগীরাও। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে তাঁদের সাহসী দৃশ্য সাড়া ফেলেছিল। সেই সময় থেকেই দু’জনের প্রেম শুরু। একাধিক অনুষ্ঠানে হাতে হাত রেখে প্রবেশ করতেন তাঁরা। তমন্না যখন ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দিতেন, দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন বিজয়। কিন্তু হঠাৎই ছন্দপতন হওয়ায় মন ভেঙেছে অনুরাগীদেরও।