Actress Priya Gill Had Always Chosen to Put Her Personal Life Far Away from Spotlight dgtl
bollywood
বিমান দুর্ঘটনায় মৃত্যু হবু স্বামীর, শাহরুখের এই নায়িকা স্বেচ্ছায় পর্দা ফেলেছেন ব্যক্তিগত জীবনে
ঘটনার জেরে শোকে ভেঙে পড়েন প্রিয়া। সে সময় তাঁকে নতুন কোনও কাজে ব্যস্ত রাখতে বাড়ির লোকই পরামর্শ দেন, ছবিতে অভিনয় শুরু করার।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মে ২০২০ ১৩:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
শুরুটা ছিল চমক লাগানো। কিন্তু তার পরেও কেরিয়ারে স্থায়িত্ব ছিল মাত্র চার থেকে পাঁচ বছর। শাহরুখের অতীত নায়িকা প্রিয়া গিল আজ বিস্মৃত দর্শকমন থেকে।
০২১৬
পঞ্জাবের মেয়ে প্রিয়া কলেজজীবন থেকেই অংশ নিচ্ছেন সৌন্দর্য প্রতিযোগিতায়। বিভিন্ন মঞ্চ থেকে মিলেছে সেরার স্বীকৃতিও।
০৩১৬
এর পর তিনি ‘মিস ইন্ডিয়া’-য় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঠিক করেন। ১৯৯৫ সালে ২০ বছর বয়সি এই প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারিণী হন।
০৪১৬
‘মিস ইন্ডিয়া’-য় অংশ নেওয়ার আগেই প্রিয়ার বাগদান হয়ে গিয়েছিল। তাঁর বাবা ছিলেন সেনাবাহিনীতে। প্রিয়ার বিয়েও ঠিক হয়েছিল সেনাবাহিনীর এক পাইলটের সঙ্গে। কিন্তু এক মর্মান্তিক বিমান-দুর্ঘটনায় মৃত্যু হয় সেই পাইলটের।
০৫১৬
ঘটনার জেরে শোকে ভেঙে পড়েন প্রিয়া। সে সময় তাঁকে নতুন কোনও কাজে ব্যস্ত রাখতে বাড়ির লোকই পরামর্শ দেন, ছবিতে অভিনয় শুরু করার।
০৬১৬
সে সময় বলিউডে এক ঝাঁক নতুন নায়িকা উঠেও আসছিলেন। সুস্মিতা সেন, রানি মুখোপাধ্যায়ও সেই বছর থেকেই হিন্দি ছবিতে কাজ শুরু করেন। পরের বছর ইন্ডাস্ট্রিতে পা রাখেন ঐশ্বর্যা রাই।
০৭১৬
সে সময় নতুন মুখ খুঁজছিল অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা এবিসিএল। নবাগত আরশাদ ওয়ারসি, চন্দ্রচূড় সিংহ এবং প্রিয়া অভিনীত ‘তেরে মেরে সপনে’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন টিগমাংশু ধুলিয়া।
০৮১৬
এই ছবি বক্স অফিসে সফল হয়নি। কিন্তু ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান প্রিয়া। তাঁর কাছে কাজের সুযোগ আসতে থাকে। তবে কোনও ছবি-ই বক্স অফিসে সফল হচ্ছিল না।
০৯১৬
শেষ অবধি তিনি পরিচিতি পান ‘সির্ফ তুম’ ছবিতে। এই ছবিতে প্রিয়ার সারল্যে ভরা নিষ্পাপ মুখ পছন্দ হয়েছিল দর্শকদের। সঞ্জয় কপূর, সুস্মিতা সেন অভিনীত এই ছবি বক্স অফিসে সফল হয়। কিন্তু তার পরেও ইন্ডাস্ট্রিতে প্রিয়ার ভাগ্য সুপ্রসন্ন হয়নি।
১০১৬
হতাশ প্রিয়া ভাবছিলেন ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেবেন। কিন্তু সে সময়েই আসা একটি অফার তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রিয়া সুযোগ পান শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ ছবিতে কাজ করার।
১১১৬
মনসুর খান ‘জোশ’ ছবির জন্য প্রথমে শাহরুখ ও আমির দু’জনকে ভেবেছিলেন। কিন্তু আমির শেষ অবধি ছবি থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় সুযোগ পান চন্দ্রচূড় সিংহ। আমির কাজ না করায় সরে দাঁড়ান রানি মুখোপাধ্যায়ও। তাঁর বদলে ছবিতে কাজ করেন প্রিয়া গিল।
১২১৬
কিন্তু কোনও ভাবেই বলিউডে প্রথম সারিতে আসতে পারেননি প্রিয়া। বছরে একটি মাত্র ছবি, সেখানেও পার্শ্বনায়িকার ভূমিকায়। ফলে বাধ্য হয়ে বলিউডের বাইরে পঞ্জাবি ও দক্ষিণী ছবিতেও কাজ করেন তিনি।
১৩১৬
কয়েক বছরেও ছবি পরিবর্তিত না হওয়ায় প্রিয়া অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর পর ইন্ডাস্ট্রি থেকে প্রায় উধাও হয়ে যান তিনি। অভিনয় তো বটেই, তাঁকে দেথা যায়নি কোনও অনুষ্ঠানেও।
১৪১৬
মাঝে মাঝে তাঁকে এক লঙ্গরখানায় দেখা গিয়েছিল। প্রিয়া চোখে পড়েছেন ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানেও। কিন্তু এর বাইরে তাঁকে দেখাই যায়নি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর কোনও অফিশিয়াল প্রোফাইল নেই।
১৫১৬
২০১৬ সালে তাঁকে দুবাইয়ে দেখেছিলেন এক ভক্ত। প্রিয়ার সঙ্গে ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার-ও করেন। পরে বছর প্রিয়াকে দেখা যায় প্যারিসে একটি ব্যাগের দোকানে। সেখানেও এক অনুরাগী তাঁকে চিনে ফেলেন।
১৬১৬
প্রামাণ্য তথ্য না থাকলেও কোনও কোনও সূত্রের দাবি, প্রিয়া বিয়ে করে ডেনমার্কে আছেন। তবে অভিনেত্রী নিজের জীবন নিয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আনতে রাজি নন। স্বেচ্ছায় যবনিকা ফেলেছেন ব্যক্তিগত পরিসরের সামনে।