বিপাকে কাব্য।
পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আটক অভিনেত্রী কাব্য থাপর।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মত্ত অবস্থায় একটি গাড়িকে ধাক্কা মারেন ২৬ বছর বয়সি অভিনেত্রী। সেই দুর্ঘটনায় আহত হন এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদের সঙ্গে বিতণ্ডায় জড়ান কাব্য। এমনকি পুলিশকে গালিগালাজ পর্যন্ত করেছেন কাব্য। এর পরেই তাঁকে একাধিক বিধি ভঙ্গের জন্য বিচারবিভাগীয় হেফাজতে নেয় জুহু পুলিশ।
Maharashtra | Actress Kavya Thapar was arrested & sent to judicial custody, on charges of engaging in a scuffle & using abusive language with the police, after she hit a car & injured a person under the influence of alcohol, yesterday morning: Juhu Police
— ANI (@ANI) February 18, 2022
কাব্যর জন্ম মুম্বইয়ে। বেড়ে উঠেছেন আরব সাগরের তীরে অবস্থিত শহরেই। অভিনয়ের পাশপাশি মডেলিংও করেন। ‘তৎকাল’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের হিন্দি ছবিতে কাজ করেছিলেন তিনি। তেলুগু এবং তামিল ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়েছেন কাব্য। তবে কাজের জন্য নয়, এ বার বিতর্কে জড়িয়ে শিরোনামে এলেন মডেল-অভিনেত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy