Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Shreemoyee Chattaraj

আবার প্রেমে পড়েছে শ্যামা? ফাঁস করল রাধারাণী

পর্দার শত্রুতা শেষে বাস্তবেও গড়াল? রাধারাণীর ক্রোধেই শ্যামার জীবনে একাধিক বার নেমে এসেছে বড় বিপত্তি।

‘শ্যামা’রূপী তিয়াসা ও তাঁর স্বামী সুবান।

‘শ্যামা’রূপী তিয়াসা ও তাঁর স্বামী সুবান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৫:৫৬
Share: Save:

পর্দার শত্রুতা শেষে বাস্তবেও গড়াল? ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে সারাক্ষণ সাপে-নেউলে ‘রাধারাণী’ ওরফে শ্রীময়ী চট্টোরাজ, ‘শ্যামা’ ওরফে তিয়াসা রায়। রাধারাণীর ক্রোধেই শ্যামার জীবনে একাধিক বার নেমে এসেছে বড় বিপত্তি।

সেই শত্রুতা কি এ বার পর্দার বাইরেও!

তিয়াসার ইনস্টাগ্রামের একটি ছোট্ট ক্লিপিং দেখে ফাঁপরে পড়েছেন তাঁর অনুরাগীরা। শ্যুটের অবসরে মেকআপ অবস্থাতেই তিনি মোবাইলে বুঁদ। পাশে বসে শ্রীময়ী হঠাৎই গেয়ে উঠলেন, ‘দিল খো গ্যয়া, হো গ্যয়া কিসি কা’। তার পরেই তিনি পাশে বসা তিয়াসার দিকে ইশারা করলেন হাসিমুখে।

তিয়াসার তখনও হুঁশ নেই। এক মনে মুঠো ফোনের স্ক্রিনে হুমড়ি খেয়ে পড়েছেন। হঠাৎই নজরে আসে তাঁকে নিয়ে মজা করছেন শ্রীময়ী। সঙ্গে সঙ্গে একটুও অপ্রস্তুত না হয়ে তিনিও লিপ মেলান, ‘অব রাস্তা মিল গ্যয়া কিসি কা...!’

আরও পড়ুন: তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, রেমোর দ্রুত আরোগ্য কামনা করে টুইট অমিতাভের

ততক্ষণে ধারাবাহিকের ‘বিহাইন্ড দ্য সেট’-এর গপ্পো জমে উঠেছে। পুরোটাই যে মজা করে করেছেন তাঁরা, বুঝিয়ে দিয়েছে ক্লিপিংস। নেটাগরিকেরাও পরম শত্রুদের চরম ভাব-ভালবাসা দেখে বেজায় খুশি। আন্তরিক ভাবে জানিয়েছেন, ‘এই ধরনের ভিডিয়ো তাঁরা আগে দেখেননি। পর্দার বাইরে শ্রীময়ী-শ্যামার খুনসুটি দেখে ভাল লেগেছে। আরও এ রকম মজার ভিডিয়ো দেখা্র অপেক্ষায় তাঁরা।’

এর আগে তিয়াসা এবং শ্রীময়ী দু’জনেই জানিয়েছিলেন, পর্দায় যার সঙ্গে যত আড়ি বাস্তবে তার সঙ্গে ঠিক ততটাই ভাব জমে যায়। শ্রীময়ীর মা যেমন শ্যামা বলতে অজ্ঞান। ‘শ্যামা’রূপী তিয়াসা সেটে কোনও দুষ্টুমি করতে পারেন, বিশ্বাসই করেন না তিনি!

আরও পড়ুন: কানের দুল হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন জুহি চাওলা

তবে তিয়াসার প্রেম আসছে তা যে একেবারে ভুল বলা যাচ্ছে না।দিদির বিয়ে উপলক্ষে মেহেন্দির দিন থেকেই অভিনেত্রী হলদে ফুল পরি। হলুদ পোশাক, কানে, গলায় হাতে, হলুদ ফুলের গয়না পরে তাক লাগিয়ে দিয়েছেন অনুরাগীদের। বিয়ের দিনে তাঁর আর সুবানের সাজ দেখে অবাক নেটাগরিকেরা। সুবানের পরনে লাল বেনিয়ান স্টাইলের পাঞ্জাবি, সাতা ধুতি। তিয়াসা অসম্ভব সুন্দরী লাল-কালোর মিলমিশে তৈরি জমকালো বেনারসীতে।

স্বামী-স্ত্রীর এই ছবি কাপল গোলস হিসেবে অনবদ্য। ছবি সায় দিয়েছে, তিয়াসা নতুন করে আবার প্রেমে পড়েছেন তাঁর স্বামী সুবানের।

অন্য বিষয়গুলি:

Shreemoyee Chattaraj Tiyasa Roy Reel Video Krishnakaoli Mega serial Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy