তৃতীয় বার প্রেম ভেঙেছে ছোট পর্দার চেনামুখ সায়ন্ত মোদকের। টেলিপাড়া হয়তো জানতেই পারত না, যদি না সায়ন্ত তাঁর সদ্যবিচ্ছিন্ন প্রেমিকা কিরণ মজুমদারের সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো করা বন্ধ করে দিতেন। সম্পর্কে থাকাকালীন সায়ন-কিরণ একসঙ্গে ভিডিয়ো তৈরি করতেন। নিজেদের ইউটিউব চ্যানেলে সে সব ভাগ করে নিতেন। ইদানীং তাঁদের এক ফ্রেমে দেখতে না পেয়ে প্রথম টনক নড়ে দর্শকদের। খবর, মন্তব্য-বাক্সে প্রশ্ন তুলে দর্শকেরা এর পরেই সায়ন্তের কাছে বিষয়টি জানতে চান। অভিনেতা বিচ্ছেদের খবর শোনালে অকারণে কিছু নেটাগরিক অশালীন মন্তব্য করতে থাকেন কিরণকে।
একটা সময়ের পর চুপ থাকেননি কিরণও। তিনিও নিজের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো বার্তায় ক্ষোভ উগরে দেন সায়ন্তের বিরুদ্ধে। তাঁর অভিযোগ একাধিক। তাঁকে নাকি আলাদা ভিডিয়ো করতে দিতেন না অভিনেতা। সঙ্গে মানসিক অত্যাচার তো ছিলই। পাশাপাশি, কিরণের টাকায় দামি জিনিস কিনতেন সায়ন্ত। তার পর আচমকাই যোগাযোগ বন্ধ করে দেন তিনি। অভিনেতার এমন আচরণে মানসিক ভাবে ভেঙে পড়েন কিরণ। নিজেকে সামলে ওঠার আগেই নেটাগরিকদের অকারণ হেনস্থার শিকার!
কিরণের এই ভিডিয়োবার্তায় নেটাগরিকেরা দ্বিধাবিভক্ত। অনেকেই সহানুভূতি দেখিয়েছেন মডেল-অভিনেত্রীকে। সেই সমর্থন আরও বাড়ে সায়ন্তের প্রথম প্রেম দেবচন্দ্রিমা সিংহ রায়ের একটি মন্তব্যে। তিনি কিরণের ভিডিয়ো বার্তার নীচে লেখেন, “আমি তোমাকে ব্যক্তিগত ভাবে চিনি না, তোমার পুরো ভিডিয়োটা দেখলাম। সেই ভিডিয়োয় আমি কিরণ মজুমদারকে নয় ২০২১-এর দেবচন্দ্রিমাকে দেখতে পেলাম। আমি দুঃখিত, এই ভিডিয়োটা আমারও তখন করা উচিত ছিল। কথায় বলে, পাপ বাপকেও ছাড়ে না! তবে এখানে শুধু বাপকে নয়, মাকেও যেন না ছাড়ে।” এখানেই থামেননি দেবচন্দ্রিমা। তিনি কিরণকে সাহস জোগান সহযোগিতার। আশ্বাস দেন, যে কোনও পরিস্থিতিতে পাশে থাকবেন তাঁর। লেখেন, “ভয় পেও না। তোমার বড় দিদি তোমার পাশে। ফোন নম্বর দাও। আমি এখন কলকাতাতেই। তোমার কি গায়ে হাত তোলা হয়েছে? তা হলে জানাও।” প্রচ্ছন্ন হুমকি দেন সায়ন্তকেও। লেখেন, যদি কিরণের অভিযোগ সত্যি হয় তা হলে তিনি অভিনেতাকে গুঁড়িয়ে দেবেন!
দেবচন্দ্রিমা, কিরণের মাঝে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্ত। বিচ্ছেদের পর প্রিয়াঙ্কা ফেলে আসা সম্পর্ককে ‘অসুস্থ’ তকমা দিয়েছিলেন। তা হলে কি তিন জনে একই ভাবে সায়ন্তের নিগ্রহের শিকার? সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম কথা বলার চেষ্টা করেছিল দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা, কিরণের সঙ্গে। একাধিক বার ফোন করলেও তাঁরা সাড়া দেননি।
তবে কথা বলেছেন সায়ন্ত। শুটিংয়ের ফাঁকে ফোনে তিনি স্বীকার করে নিয়েছেন কিরণের সঙ্গে তাঁর প্রেম ভাঙার কথা। অতি সম্প্রতি ঘটে যাওয়া বাগ্বিতণ্ডার কথাও। বলেছেন, “তিন বার প্রেমের কথা জানিয়েছি, তিন বার বিচ্ছেদের কথাও। খুব স্বাভাবিক, লোকে আমার দিকে অভিযোগের আঙুল তুলবে। তা বলে মোটেও মারধর করিনি যে এ ভাবে আমার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা হবে।” বাস্তবে যে অভিযোগের আঙুল উঠেছে প্রাক্তন প্রেমিকার দিকে! “একেবারেই কাম্য নয়”, দাবি অভিনেতার। জানাতে ভোলেননি, মতের মিল হচ্ছিল না বলেই আলাদা হয়েছেন তাঁরা। মতের মিল থাকলে বিচ্ছেদের প্রশ্নই উঠত না।
আরও পড়ুন:
বার বার তিন বার প্রেম ভাঙল তাঁর। বিষয়টি কি আর ততটাও সহজ-সরল রইল?
প্রশ্নের জবাবে সায়ন্ত বললেন, “এ কথা অনেকেই বলছেন। তাঁদের পরামর্শ, বার বার প্রেম ভাঙলে মনের উপরে চাপ এবং ছাপ— দুটোই পড়ে। আমারও মানুষকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ঠিক করেছি, প্রেম-সম্পর্ক থেকে দূরেই থাকব। আরও বেশি করে মনে দেব কাজে। তাতে যদি শান্তি পাই।” পাশাপাশি, কথা বলবেন কিরণের সঙ্গে। যাতে বিচ্ছেদও মধুর হয়।