Actor Purab Kohali Welcomed His First Child in Live-in Relationship dgtl
bollywood
দীর্ঘ লিভ ইনের পরে বিদেশিনীর সঙ্গে সাতপাকে, বিয়ের আগেই মেয়ের বাবা হন দেব আনন্দের নাতি পূরব কোহালি
অভিনেত্রী ইয়ামিনি নমোযোশিকে ২০০৭ সালে বিয়ে করেছিলেন পূরব। কিন্তু তিন বছর পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের কারণ নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউই।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৪:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
অভিনয়ের নেশা ছোটবেলা থেকেই। পরবর্তী কালে তাঁকে টেলিভিশন, সিনেমা এবং ওয়েব সিরিজ— দেখা গিয়েছে বিনোদনের একাধিক মাধ্যমে। ভিডিয়ো জকি হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তবে কাজের বাইরেও শিরোনামে এসেছেন পূরব কোহালি। বিয়ের আগেই লিভ ইন সম্পর্কে থাকার সময়েই পিতৃত্বের স্বাদ পেয়ে।
০২১৬
পূরবের জন্ম ১৯৭৯ সালের ২৩ ফেব্রুয়ারি। তাঁর বাবা ছিলেন হোটেল ব্যবসায়ী এবং ছবির প্রযোজক। মা ছিলেন কর্পোরেট ট্রেনার। স্কুল পাশ করার পরে পূরব প্রথমে পড়াশোনা করেন বিজ্ঞান শাখায়। মাঝপথে অধ্যয়নের শাখা পরিবর্তন।
০৩১৬
প্রথমে বাণিজ্য, কিন্তু সেটাও বেশিদিন ভাল লাগল না। শেষ অবধি কলা বিভাগের ছাত্র হিসেবে অর্থনীতি, মনস্তত্ত্ব ও সাহিত্য নিয়ে পড়াশোনা সম্পূর্ণ করেন তিনি। পরে গিয়েছিলেন বিমানচালনার প্রশিক্ষণ নিতে। কিন্তু সেই পাঠ অসম্পূর্ণ রেখে ফিরে আসেন পূরব।
০৪১৬
দেব আনন্দের বোন ছিলেন পূরব কোহালির ঠাকুমা। সে দিক দিয়ে তিনি সম্পর্কে দেব আনন্দের নাতি। আবার ভীষ্ম কোহালি ওরফে বিশাল আনন্দ এবং শেখর কপূরের সঙ্গেও পূরবের আত্মীয়তার সম্পর্ক।
০৫১৬
উনিশ বছর বয়সে পূরবের প্রথম কাজ ‘হিপ হিপ হুররে’ সিরিয়ালে। তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল ‘মাজহার’। স্কুলজীবনের মজাকে কেন্দ্র করে তৈরি ওই ধারাবাহিক ছিল দর্শকদের খুব পছন্দের। পূরব ছাড়াও ওই ধারাবাহিকে ছিলেন নীলাঞ্জনা শর্মা, ভূমিকা চাওলা এবং পামেলা মুখোপাধ্যায়।
০৬১৬
এরপর ভিডিয়ো জকি হিসেবেও পূরব জনপ্রিয়তা পান। তিনি একটি ট্র্যাভেল শো সঞ্চালনা করতেন। ‘গন ইন্ডিয়া’ নামের ওই শো-এ দেখানো হত কীভাবে সাধ্যের মধ্যে সফর করা যায় ভারতের বিভিন্ন প্রান্ত। পরে ‘শরারত’ সিরিয়ালেও তাঁর কাজ নজর কেড়েছিল দর্শকদের।
০৭১৬
বড় পর্দায় পূরবের আত্মপ্রকাশ ২০০৩ সালে। নন্দিতা দাশের বিপরীতে তিনি অভিনয় করেছিলেন ‘বাস ইয়ুহিঁ’ ছবিতে। এরপর ‘সুপারি’, ‘বাস্তুশাস্ত্র’, ‘বাস এক পল’, ‘ওহ লমহে’, ‘আওয়ারাপন’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেন পূরব।
০৮১৬
তাঁর কেরিয়ারে সবথেকে উল্লেখযোগ্য ছবি ‘রক অন’। ২০০৬-এ মুক্তিপ্রাপ্ত এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন কেদার কেডি জাভেরী বা ‘কিলার ড্রামার’-এর ভূমিকায়। অর্জুন রামপাল, ফরহান আখতার, প্রাচী দেশাই অভিনীত মাল্টিস্টারার এই ছবি বক্সঅফিসে সুপারহিট হয়েছিল।
০৯১৬
পরে এই ছবির দ্বিতীয় অংশ ‘রক অন টু’-তেও একই চরিত্রে অভিনয় করেছিলেন পূরব। পাশাপাশি তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য বাকি নাম হল ‘শাদি কে সাইড এফেক্টস’, ‘জাল’, ‘এয়ারলিফ্ট’ এবং ‘মিশন মঙ্গল’। ওয়েবসিরিজ ‘টাইপরাইটার’ এবং ‘আউট অব লভ’-এও পূরবের কাজ প্রশংসনীয়।
১০১৬
অভিনেত্রী ইয়ামিনি নমোযোশিকে ২০০৭ সালে বিয়ে করেছিলেন পূরব। কিন্তু তিন বছর পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের কারণ নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউই।
১১১৬
এরপর বোন রিমার সূত্রে পূরবের সঙ্গে আলাপ হয় লুসি প্যাটনের। ব্রিটিশ তরুণী লুসি ছিলেন যোগ-প্রশিক্ষক। ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন পূরবের বোন রিমা। সেখানে তাঁর সহপাঠী ছিলেন লুসি।
১২১৬
আলাপ থেকে প্রেম এবং প্রেম থেকে পরিণয়। লুসির টানে ঘন ঘন ইংল্যান্ডে পাড়ি দিতেন পূরব। দীর্ঘ দিন লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। সে সময় কন্যাসন্তানের মা হন লুসি। পূরব তাঁর মেয়ের নাম রাখেন ইনায়া।
১৩১৬
নিজের সম্পর্ক, বিদেশি বান্ধবীর সঙ্গে লিভ ইন, বিয়ের আগেই কন্যাসন্তানের বাবা হওয়া—কোনওটাই সংবাদমাধ্যমের কাছে লুকিয়ে রাখেননি পূরব। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, লুসি সন্তানসম্ভবা হওয়ার পরই পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়।
১৪১৬
বিশেষ করে পূরবের মা চেয়েছিলেন, তাঁর ছেলে এ বার সাতপাকে বাঁধা পড়ুক। কিন্তু সন্তানের জন্মের আগে বিয়ে করতে রাজি ছিলেন না পূরব বা লুসি, কেউই। পরে তাঁদের প্রথম সন্তানের যেন না মনে হয়, তাঁকে পৃথিবীতে আনার লোকলজ্জা থেকে বাঁচতে তড়িঘড়ি বিয়ে করেছিলেন বাবা মা! এই ভাবনা থেকেই বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দেন এই জুটি।
১৫১৬
পাশাপাশি, তাঁরা চেয়েছিলেন তাঁদের ‘লভ চাইল্ড’ সাক্ষী থাকুক এই বিয়ের। ফলে ইনায়া একটু বড় হওয়ার পরে, ২০১৮ সালে গোয়ায় ডেস্টিনেশন ওয়েডিং করেন পূরব-লুসি। সেই অনুষ্ঠানে নাকি সবথেকে বেশি আনন্দ করেছিল খুদে ইনায়া-ই। পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পূরব।
১৬১৬
বিয়ের পরে ২০১৯-এ জন্ম হয় পূরব-লুসির ছেলে ওশিয়ানের। স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে গত কয়েক মাস লন্ডনে আটকে গিয়েছেন পূরব। সেখানে তাঁরা করোনায় আক্রান্ত হন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান অভিনেতা। তাঁদের পরিবারের চারজনই সংক্রমিত করোনা ভাইরাসে। পরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের চারজনেরই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার খবরও জানান পূরব।