Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Suyesh Rawat Mohena Kumari Singh Yeh Rishta Kya Kehlata Hai

মন্ত্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন টেলি দুনিয়ার জনপ্রিয় এই অভিনেত্রী

মোহেনা বা সুরেশ এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট না করলেও মোহেনার বিভিন্ন ফ্যান ক্লাবের পেজ থেকে শেয়ার করা হয়েছে তাঁদের বিয়ের ছবি।

ক্যাবিনেট মন্ত্রী সুয়েশ রওয়তের সঙ্গে সারা জীবন পথ চলার অঙ্গীকার নেন মোহেনা। ছবি-ইনস্টাগ্রাম

ক্যাবিনেট মন্ত্রী সুয়েশ রওয়তের সঙ্গে সারা জীবন পথ চলার অঙ্গীকার নেন মোহেনা। ছবি-ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ১১:৫৯
Share: Save:

সাত পাকে বাঁধা পড়লেন‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’-এর কীর্তি গোয়েনকা ওরফে মোহেনা কুমারী সিংহ। গত ১৪ অক্টোবর হরিদ্বারেউত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী সুয়েশ রওয়তের সঙ্গে সারা জীবন পথ চলার অঙ্গীকার নেন মোহেনা। এই বছরের ১৪ ফেব্রুয়ারি গোয়ায় এক অত্যন্ত গোপন অনুষ্ঠানে আংটি বদল করেছিলেন তাঁরা। এবার এক হল চারহাত।

মোহেনা বা সুরেশ এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট না করলেও মোহেনার বিভিন্ন ফ্যান ক্লাবের পেজ থেকে শেয়ার করা হয়েছে তাঁদের বিয়ের ছবি। চোখ ধাঁধানো সে সব ছবি ইতিমধ্যেই ভাইরাল। লাল-সোনালি রঙের লেহেঙ্গায় মোহেনা যেন স্বপ্নের রাজকুমারী। শুধু স্বপ্নই বা বলা যায় কী করে! তিনি তো প্রকৃত অর্থেই রাজকুমারী।রাজ পরিবারের রক্ত রয়েছে তাঁর শরীরে। তাঁর বাবা পুষ্পরাজ সিংহ মধ্যপ্রদেশের রেওয়ার রাজা। এখন যদিও রাজার যুগও নেই, নেই রাজ্যপাটও। তবু ঠাট বাঁটে খামতি নেই। তাই তাঁর বিয়েও যে আর পাঁচজনের মতো হবে না, তা বলার অপেক্ষা রাখে না।

আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছিলেন সুয়েশ। রাজওয়াড়া গয়নায়, লাল রঙের ওড়নায় মোহেনা এক্কেবারে ‘পারফেক্ট’। রাজপুত নিয়ম রীতি মেনে অগ্নিকুণ্ডের সামনে শপথ নিয়ে নতুন যাত্রা শুরু করলেন ওই জুটি। সম্পন্ন হল আরও এক রাজকীয় বিয়ের অনুষ্ঠান।

দেখে নিন মোহেনা এবং সুয়েশের রাজকীয় বিয়ের কিছু মুহূর্ত

#MoBanGayiDulhania आज से मैं तेरी और तूं मेरा।♥️ . . Happily Married Royal Couple. 😘 . . @mohenakumari @suyeshrawat ♥️ . . #SuMoKiShaadi #SuMo #MohenaAddicted #Mohena #MohenaSingh #MohenaKumari #MohenaKumariSingh

A post shared by Team Ladkiwale (@teammohenasingh) on

রাজ পরিবারের মেয়ে। তাই বাবা প্রথম দিকে চাননি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিক মোহেনা। কিন্তু মা পাশে ছিলেন সব সময়। তাই বাবাকে না জানিয়েই চোখে স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন মোহেনা। অংশগ্রহণ করেছিলেন এক জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো-তে। সেখানে তাঁর অসাধারণ পারফরম্যান্স তাক লাগিয়ে দেয় দর্শকদের। মুগ্ধ হন বিচারকেরাও। এর পর আর ফিরে তাকাতে হয়নি। আসতে থাকে অভিনয়ের অফার। রেওয়ার রাজকুমারী ধীরে ধীরে হয়ে ওঠেন বলি পাড়ার অন্যতম চেনা মুখ।

আরও পড়ুন-‘ইন্ডিয়ান আইডল’-এ জামা খুলে গান! লজ্জায় মুখ ঢাকলেন নেহা

আরও পড়ুন-কার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ‘ত্রিনয়নী’-র সুধা?

#MoBanGayiDulhania Wedding wishes.♥️ . . @nidhiuttam heartfelt message for the couple. 😘 . . @mohenakumari @suyeshrawat ♥️ . . #SuMoKiShaadi #SuMo #MohenaAddicted #Mohena #MohenaSingh #MohenaKumari #MohenaKumariSingh

A post shared by Team Ladkiwale (@teammohenasingh) on

অন্য বিষয়গুলি:

Suyesh Rawat Mohena Kumari Singh Yeh Rishta Kya Kehlata Hai Bollywood Marriage Wedding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy