চিরঞ্জীবী। ফাইল চিত্র।
‘ত্রুটিযুক্ত পিসিআর কিটের’ জন্যই তাঁর কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। টুইট করেই এমনটাই জানালেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী। কোভিড পরীক্ষার ফলও টুইটে শেয়ার করেছেন তিনি।
চিরঞ্জীবী টুইটে লেখেন, ‘এক দল চিকিত্সক তিন বার কোভিড পরীক্ষা করেন। তার পরই তাঁরা জনান, আমার কোভিড নেগেটিভ।’ এর পরই তিনি বলেন, ত্রুটিযুক্ত পিসিআর কিটের কারণেই তাঁর কোভিড পরীক্ষার ফল পজিটিভ বেরিয়েছে। এই সময়ে তাঁর পাশে থাকার জন্য সমস্ত অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন চিরঞ্জীবী। সূত্রের খবর, খুব শীঘ্রই তাঁর আসন্ন ছবি ‘আচার্য’-র শ্যুটিংয়ে ফিরতে পারেন নায়ক।
A group of doctors did three different tests and concluded that I am Covid negative & that the earlier result was due to a faulty RT PCR kit. My heartfelt thanks for the concern, love shown by all of you during this time. Humbled ! 🙏❤️ pic.twitter.com/v8dwFvzznw
— Chiranjeevi Konidela (@KChiruTweets) November 12, 2020
গত ৯ নভেম্বর চিরঞ্জীবী টুইট করেন, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে জানান, তিনি হোম কোয়রান্টিনে থাকবেন। সে দিনের টুইটে চিরঞ্জীবী লিখেছিলেন, আমি কোভিডে আক্রান্ত হয়েছি। তাই ‘আচার্য-র শ্যুটিং বন্ধ করতে হচ্ছে। কোভিড প্রোটোকল মেনেই এই সিদ্ধান্ত।’ এর পর তিনি লেখেন, ‘যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা অবশ্যই কোভিড পরীক্ষা করান।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy