Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Hindi Mega Serial

সান্ত্বনা পুরস্কার নয়, নিজের জোরেই হিন্দি ‘তোমাদের রানি’তে নায়িকা অভীকা, জানালেন সুশান্ত

ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’-এ অভীকাই প্রথম পছন্দ ছিলেন। চরিত্রের সঙ্গে খাপ খাচ্ছিলেন না বলেই তিনি নেই, দাবি প্রযোজক-পরিচালকের।

ছোট পর্দায় ফিরছেন অভীকা মালাকার।

ছোট পর্দায় ফিরছেন অভীকা মালাকার। ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:১৬
Share: Save:

কথা ছিল, সুশান্ত দাসের ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’-এর নায়িকা হিসেবে দেখা যাবে অভীকা মালাকারকে। কিন্তু সেটা হয়নি। সেই সময় বিষয়টি নিয়ে চর্চা হয়েছিল টলিপাড়ায়। আনন্দবাজার অনলাইনকে নায়িকা জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে কলকাতা ছাড়তে হচ্ছে তাঁকে। পাশাপাশি এ-ও জানিয়েছিলেন, তিনি নায়িকা চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন না। ফলে, কাজটি করছেন না। ধারাবাহিকটি আসার পর সেই চর্চা থিতিয়ে গিয়েছিল। প্রযোজক-পরিচালকের একটি পোস্ট টলিপাড়ার ফের চর্চা উসকে দিয়েছে। তাঁর হাতে গড়া নায়িকা আবারও তাঁর ধারাবাহিকেই ফিরছেন। এ বার আর বাংলায় নয়, হিন্দি ধারাবাহিকে।

আরও খবর, সুশান্তের কিছু দিন আগে শেষ হওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রানি’র হিন্দি রূপান্তর আসছে। সেখানেই আবারও ‘রানি’র চরিত্রে অভীকা। জানাজানি হতেই টেলিপাড়ায় কথা শুরু হয়েছে ফের, সুশান্তের তরফ থেকে অভীকাকে কি এটি সান্ত্বনা পুরস্কার?

এই প্রশ্ন নিয়েই আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সুশান্তের সঙ্গে। প্রযোজক-পরিচালক সাফ বলেছেন, “এখানে ছিদ্র খুঁজতে যাওয়া বৃথা। অভীকাকে কোনও সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে না। নিজের যোগ্যতায় হিন্দি ধারাবাহিকের নায়িকা অভীকা।” অভীকার হিন্দি আর ইংরেজি উচ্চারণ বাংলার থেকে ভাল। সেটা জানতেন সুশান্ত। ফলে, হিন্দি রূপান্তরে তিনি প্রথমে অভীকাকেই ভাবেন। তাঁর কথায়, “তার পরেও বিষয়টি এত সহজ ছিল না। জাতীয় স্তরে কাজ করতে গেলে পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হয়। বাকি অভিনেত্রীদের সঙ্গে অভীকাও অডিশন দিয়েছিল। চ্যানেল সেই টুকরো ঝলক দেখে তার পর সবুজ সঙ্কেত দিয়েছে।”

প্রযোজক-পরিচালক সুশান্ত দাসের হিন্দি ধারাবাহিক আসছে।

প্রযোজক-পরিচালক সুশান্ত দাসের হিন্দি ধারাবাহিক আসছে। ছবি: ফেসবুক।

পাশাপাশি এ-ও পরিষ্কার করে দেন, “ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’-এও অভীকাকে প্রথম ভেবেছিলাম। পরে দেখা গেল, চরিত্রের সঙ্গে অভীকাকে মানাচ্ছে না। অভীকাও সেটা বুঝেছিল। ওর বাবা সেই সময় জানিয়েছিলেন, মেয়ে আমার সঙ্গে কাজ করুক, এটাই চান তিনি। কারণ, ওর অভিনয় দুনিয়ায় আসা আমার হাত ধরে।” তখনই অভিনেত্রীকে অপেক্ষার অনুরোধ জানান প্রযোজক-পরিচালক। জানান, আখেরে অভীকার লাভ হল। বাংলা থেকে সোজা জাতীয় স্তরে পৌঁছে গেলেন তিনি।

হিন্দি ‘তোমাদের রানি’র শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নায়িকার বিপরীতে দেখা যাবে হিন্দি ছোট পর্দার চেনা মুখ ফারমান হায়দারকে। থাকছেন সুচিত্রা খন্না, গোবিন্দ খতরি, জিতেন লালওয়ানি এবং বলিউডের আরও অনেকে। পুরোটাই শুটিং হচ্ছে মুম্বইয়ে। ইন্ডোর শুটিং হবে ফিল্মিস্তানে। আপাতত আউটডোর শুটিংয়ে ব্যস্ত সুশান্ত। মুম্বইয়ের আশপাশের অঞ্চল ছাড়াও শুটিং হবে আমদাবাদে। প্রযোজক-পরিচালক জানিয়েছেন, গল্পের পটভূমিকায় এই শহর।

বাংলার ধারাবাহিকের হিন্দি রূপান্তর হলেও বাংলার একমাত্র প্রতিনিধি অভীকা। আনন্দবাজার অনলাইন কথা বলেছিল তাঁর সঙ্গেও। আনন্দে মেঘমুলুকে ভাসছেন নায়িকা। জানিয়েছেন, শুটিংয়ের কারণে ইতিমধ্যেই তিনি মুম্বইয়ে থাকা শুরু করেছেন। বলেছেন, “বাংলার দর্শকদের মতোই জাতীয় স্তরের দর্শকেরাও আমায় ভালবাসুন, মন থেকে চাইছি।” খবর, বৃহস্পতিবার প্রকাশ্যে আসবে ধরাবাহিকের প্রচার ঝলক। সব ঠিক থাকলে বড় দিনের আগে বা পরে ছোট পর্দা জমিয়ে দেবে হিন্দি ‘তোমাদের রানি’।

অন্য বিষয়গুলি:

Abhika Malakar susanta das Tent Cinema Hindi Mega Serials Tomader Rani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy