Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
kalki koechlin

অভিনেত্রী কল্কি এবং তাঁর বয়ফ্রেন্ডের সংসারে এল নতুন অতিথি

সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের গর্ভবতী অবস্থার ছবি শেয়ার করেছেন কল্কি। জানিয়েছিলেন, জঠরে একটি ভ্রূণকে লালন করার অভিজ্ঞতা। প্রেগন্যান্সি যে তিনি উপভোগ করছেন, সে কথা অনুরাগীদের বলতে ভোলেননি কল্কি।

কল্কি কোয়েচলিন এবং গাই হার্জবার্গ। ছবি: সোশ্যাল মিডিয়া

কল্কি কোয়েচলিন এবং গাই হার্জবার্গ। ছবি: সোশ্যাল মিডিয়া

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৬
Share: Save:

মা হলেন কল্কি কেঁকলা। শুক্রবার রাতে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। তবে বেশ কিছু সংবাদমাধ্যমে এই মর্মে প্রতিবেদন প্রকাশিত হলেও কল্কি বা তাঁর বয়ফ্রেন্ড গাই হার্সবার্গ এখনও নতুন অতিথির আগমনের বিষয়ে কিছু জানাননি।

চার বছর আগে অনুরাগ কশ্যপের সঙ্গে বিয়ে ভে‌ঙে যাওয়ার পরে কল্কির সম্পর্ক তৈরি হয় পিয়ানোবাদক হার্সবার্গের সঙ্গে। গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে কল্কি নিজের অন্তঃস্বত্ত্বা হওয়ার কথা জানান।

এরপর সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের গর্ভবতী অবস্থার ছবি শেয়ার করেছেন কল্কি। জানিয়েছিলেন, জঠরে একটি ভ্রূণকে লালন করার অভিজ্ঞতা। প্রেগন্যান্সি যে তিনি উপভোগ করছেন, সে কথা অনুরাগীদের বলতে ভোলেননি কল্কি। গর্ভাবস্থার প্রথম তিন মাস অসুবিধে হলেও পরে সব সামলে নেন তিনি।

Water has been my best friend during this last trimester🌊 Photography - @omkarchitnis HMU - @angelinajoseph Styling - @who_wore_what_when Outfit - @falgunishanepeacockindia Production- @niharikaartdirection .

A post shared by Kalki (@kalkikanmani) on

প্রাক্তন স্ত্রীর সুখবর শুনে কী প্রতিক্রিয়া ছিল অনুরাগ কশ্যপের? এক সাক্ষাৎকারে কল্কি বলেছিলেন, অনুরাগ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আসন্ন মাতৃত্ব নিয়ে কোনও ভয় ছিল না কল্কির। তাঁর বক্তব্য ছিল, অনুরাগের প্রথম পক্ষের মেয়ে আলিয়া কশ্যপকে বড় হতে দেখেছেন তিনি। তাঁর ভাই অরিয়েলকেও বড় করেছেন নিজের হাতে। তাই এর আগে মা না হয়েও মায়ের ভূমিকা পালন করেছেন তিনি।

দাম্পত্য ভেঙে গেলেও কল্কি-অনুরাগের ব্যক্তিগত সম্পর্ক বন্ধুর মতোই। ২০১১ তে বিয়ে করেছিলেন তাঁরা। সে বছরই অনুরাগের ‘দ্য গার্ল ইন ইয়েলো বুটস’-এ কল্কির অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।

কল্কি কেঁকলা। ছবি: আর্কাইভ

বলিউডে কল্কির আত্মপ্রকাশ অনুরাগের ‘দেব ডি’ ছবিতে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে কল্কি ছাড়াও অভিনয় করেছিলেন অভয় দেওল ও মাহি গিল। কল্কির কেরিয়ারে উল্লেখযোগ্য কাজ হল ‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘শয়তান’ ছবি।

কিছু দিন আগে নেটফ্লিক্সের ‘সেক্রেড গেমস ২’–এ কাজ করেছেন কল্কি। ওই জনপ্রিয় ওয়েবসিরিজের অন্যতম পরিচালক ছিলেন অনুরাগ কশ্যপ। শুটিং চলাকালীন সেট থেকে নিজেদের ছবিও শেয়ার করেছিলেন কল্কি।

আরও পড়ুন: আলি আব্বাসের নতুন ছবিতে ক্যাটরিনা

তবে সোশ্যাল মিডিয়ায় সব কিছু খোলাখুলি জানানোর মাশুলও দিতে হয়েছে কল্কিকে। বিয়ের বাইরের সম্পর্কে অন্তঃস্বত্ত্বা হওয়ার ফলে কদর্যভাবে ট্রোল করা হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় উড়ে এসেছে ‘অন্তঃসত্ত্বা, অথচ বিয়ে হয়নি’! ‘তুমি না প্রেগন্যান্ট, তোমার স্বামী কে?’, ‘বাচ্চা হবে? টাইট জামাকাপড় পরো না’-র মতো কুরুচিকর মন্তব্য।

আরও পড়ুন: ‘মিথ্যেটাকেই বিশ্বাস করতে চেয়েছিলাম’

তবে এ সব আক্রমণকে নিজের অভিনয়ের মতোই সাবলীল ভাবে সামলেছেন কল্কি। জীবনের প্রতিকূল মুহূর্তে পাশে পেয়েছেন লিভ ইন পার্টনার হার্সবার্গকে। এ বার জীবনের নতুন এক পর্বে পা রাখলেন এই জুটি।

অন্য বিষয়গুলি:

Kalki Koechlin Guy Hershberg kalki newborn baby Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy