Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Abhishek Bachchan

‘মায়ের একটি শর্ত রয়েছে সংসারে’, জয়া বচ্চনের তৈরি নিয়মের কথা প্রকাশ করেন অভিষেক

বচ্চন পরিবারের সঙ্গেই কি থাকেন ঐশ্বর্যা? এক পুরনো সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন অভিষেক নিজেই।

Abhishek Bachchan revealed that Jaya Bachchan has made one rule

অভিষেক বচ্চন ও জয়া বচ্চন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৯:৫১
Share: Save:

সত্যিই কি ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ হচ্ছে? গত কয়েক দিন ধরে এই জল্পনাই জারি রয়েছে। কেউ বলছেন, তাঁদের সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। আবার অনেকের দাবি, সংসারে নাকি বনিবনা হচ্ছে না। বচ্চন পরিবারের সঙ্গেই কি থাকেন ঐশ্বর্যা? এক পুরনো সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন অভিষেক নিজেই। সাক্ষাৎকারে অভিষেকের পাশেই ছিলেন ঐশ্বর্যা।

প্রশ্নের উত্তরে ঐশ্বর্যা সেই সময় জানিয়েছিলেন, ভারতীয়দের কাছে পরিবারের সঙ্গে বা শ্বশুর-শাশুড়িকে নিয়ে সংসার করা খুবই স্বাভাবিক একটা বিষয়। একসঙ্গে থাকাই তাঁদের পরিবারের ধারা, জানিয়েছিলেন অভিষেক। তবে পরিবারে একটি নিয়ম চালু করেছেন জয়া বচ্চন। সেই নিয়মের হেরফের কিছুতেই করা যায় না।

অভিষেক বলেছিলেন, “আমার মা একটি নিয়ম মেনে চলেন। শহরে থাকলে দিনের বেলার খাবার অন্তত পরিবারের সকলকে একসঙ্গে খেতেই হবে।”

শোনা যায় শাশুড়ির সঙ্গে কয়েক বছর ধরেই আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বর্যার। কিন্তু এক সময় নাকি শাশুড়ির মতোই হতে চাইতেন তিনি। এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে সাক্ষাৎকারে ঐশ্বর্যা বলেছিলেন, “আমাদের জীবনে কিছু জিনিস ব্যক্তিগত হয়। মাথায় রাখতে হবে কর্মজগতের বাইরে তুমি কারও পুত্রবধূ, কারও মা। আমার খ্যাতি হয়তো কয়েক বছর থাকবে। কিন্তু পরিবার সারা জীবন পাশে থাকবে। আমি চাই আমাকে এমন অভিনেত্রী হিসাবে মানুষ মনে রাখুক যেমন ভাবে জয়াজি ও হেমাজিকে দর্শক মনে রেখেছেন।”

অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই দম্পতিদের বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। তবে এই নিয়ে এখনও নীরব তারকা দম্পতি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE