Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Ananya Panday

ওয়াকারের প্রেমে মগ্ন অনন্যা! বান্ধবীকে খোঁচা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুহানা

অনন্যা এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন। কিন্তু অভিনেত্রীর জন্মদিনে প্রেমগাঁথা ফাঁস করে দিলেন খোদ ওয়াকার। কী বললেন প্রিয় বান্ধবী সুহানা?

Suhana Khan teases her best friend Ananya Panday for her love life

(বাঁ দিকে) সুহানা খান ও অনন্যা পাণ্ডে, ওয়াকার ব্ল্যাঙ্কো (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৯:৪১
Share: Save:

প্রিয় বান্ধবী প্রেম করছেন। সেই উত্তেজনা নিজেও সমাজমাধ্যমে প্রকাশ করে ফেললেন সুহানা খান। বহু দিন ধরে জল্পনা, অম্বানীদের কর্মচারী তথা প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা পাণ্ডে। এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন অনন্যা। কিন্তু অভিনেত্রীর জন্মদিনে প্রেমগাঁথা ফাঁস করে দিলেন খোদ ওয়াকার।

জন্মদিন উপলক্ষে অনন্যার ছবি ভাগ করে নিয়ে ওয়াকার লিখেছেন, “শুভ জন্মদিন সুন্দরী! তুমি বড্ড স্পেশ্যাল! আই লাভ ইউ অ্যানি।” এই পোস্টই স্পষ্ট করে দিয়েছে, প্রেম যথেষ্টই ঘনীভূত হয়েছে। এই দেখে তর সইল না অনন্যার বান্ধবী তথা শাহরুখ—কন্যা সুহানা খানের। প্রকাশ্যে বান্ধবীর সঙ্গে ঠাট্টা করলেন সুহানা।

ওয়াকার এক বার ‘আই লাভ ইউ’ বলেছেন। আর সুহানা তাঁর প্রিয় বান্ধবীকে দু’বার ‘আই লাভ ইউ’ লিখলেন। অনন্যার বেশ কিছু সোহাগী ছবি দিয়ে সুহানা লিখেছেন, “আমার প্রিয় বার্থডে গার্ল। আই লাভ ইউ! আই লাভ ইউ!” অনন্যাকে কে বেশি ভালবাসেন, তা নিয়ে কি ওয়াকার ও সুহানার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে? রসিকতা করে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।

অনন্যা ও ওয়াকারের প্রথম দেখা অম্বানীদের ক্রুজ় পার্টিতে। এর পরে অনন্ত—রাধিকার রাজকীয় বিয়েতেও নাকি একান্তে নাচছিলেন তাঁরা। আশেপাশে কে আছেন, সেই সব তোয়াক্কা না করেই নাকি প্রেমের গানে ওয়াকারের বাহুডোরে নাচছিলেন অনন্যা, দাবি অনন্যারই এক ঘনিষ্ঠ সূত্রের। এমনকি সেই বিয়ের আসরেই নাকি ওয়াকারকে সঙ্গীর তকমাও দিয়েছিলেন অনন্যা। জানা গিয়েছে, অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত অনন্যার প্রেমিক। প্রেম নিয়ে যে রাখঢাক তাঁর মোটেই পছন্দ নয়, তা-ও ইতিমধ্যেই স্পষ্ট। তবে অনন্যার মুখে কিন্তু এখনও কুলুপ।

অন্য বিষয়গুলি:

Ananya Panday Suhana Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE