Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Adipurush Advance Booking

অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে ‘আদিপুরুষ’, রাজ্যে পরিস্থিতি কী? সন্ধানে আনন্দবাজার অনলাইন

১৬ জুন, শুক্রবার মুক্তি পাচ্ছে ‘আদিপুরুষ’। প্রচার কৌশলে ভর করে ছবির অগ্রিম বুকিং বেশ ভাল। রাজ্যেও এই ছবির ব্যবসায় আশাবাদী পরিবেশক এবং হলমালিকদের একাংশ।

A comparative analysis of advance booking of Adipurush in West Bengal in comparison to country

‘আদিপুরুষ’ ছবির অগ্রিম বুকিং নিয়ে আশাবাদী রাজ্যের সিনেমা হল মালিকদের একাংশ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ১৮:৩১
Share: Save:

শুক্রবার দেশে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘আদিপুরুষ’। ওম রাউত পরিচালিত এই ছবিতে ‘রামায়ণ’-এর গল্পকেই নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। বিগত কয়েক দশকে ভারতীয় ছবির পটপরিবর্তন হলেও পুরাণের পরিচিত গল্পের যে কোনও বিকল্প নেই, প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই তার প্রমাণ।

রামচন্দ্রের বীরগাথা অবলম্বনে ছবি। তাই শুরু থেকেই গেরুয়া সমর্থকরা এই ছবিকে ঘিরে উচ্ছ্বসিত। নির্মাতারা ছবির প্রচার কৌশলেও রেখেছেন চমক। রামচন্দ্রের লঙ্কা বিজয়ের অন্যতম কাণ্ডারি পবনপুত্র হনুমান। তাই দেশের প্রতিটা প্রেক্ষাগৃহে নির্মাতাদের তরফে একটি আসন তাঁকে স্মরণ করে খালি রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই রণবীর কপূর, রাম চরণের মতো দেশের একাধিক তারকা বিনামূল্যে ‘আদিপুরুষ’ ছবির ঢালাও টিকিট বিলির উদ্যোগ নিয়েছেন। ছবির অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও তা যথেষ্ট প্রভাব বিস্তার করেছে়।

একটি সূত্রের দাবি, এখনও সারা দেশে বিনামূল্যে ছবির দেড় লক্ষ টিকিট বিলি করা হয়েছে। অর্থাৎ মুক্তির আগেই ছবির ব্যবসায় যুক্ত হয়েছে প্রায় ৩ কোটি টাকা। একটি সূত্র জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত দেশে ছবিটির হিন্দি থ্রি ডি সংস্করণের জন্য প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। সব ভাষা মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৩ কোটি টাকার টিকিট। শুক্রবার মুক্তির প্রথম দিনেও এই ছবি বক্স অফিসে নতুন নজির গড়তে পারে বলে মনে করছেন অনেকেই।

এখন প্রশ্ন হল পশ্চিমবঙ্গে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ‘আদিপুরুষ’ কোথায় দাঁড়িয়ে রয়েছে? এ রাজ্যে ছবিটি মুক্তি পাচ্ছে প্রায় দেড়শো প্রেক্ষাগৃহে। ‘পাঠান’-এর পর নতুন করে আরও এক বার রাজ্যের হলমালিকরা এই ছবিকে ঘিরে আশা দেখছেন। এ রকমও শোনা যাচ্ছে যে ছবিমুক্তির ক্ষেত্রে নির্মাতারা নাকি আঞ্চলিক ছবিকে জায়গা ছাড়তে নারাজ। ‘পাঠান’ মুক্তির সময় প্রযোজনা সংস্থার তরফে ‘নো শো’ পলিসি (একটি প্রেক্ষাগৃহে দিনে শুধুমাত্র ‘পাঠান’ চলবে) নেওয়ার কথা শোনা যায়। যদিও ‘আদিপুরুষ’-এর ক্ষেত্রে এই দাবি নস্যাৎ করে দিলেন এ রাজ্যে ছবির পরিবেশক বাবলু দামানি। বললেন, ‘‘এ রকম কিছুই হচ্ছে না। অনেক হল রয়েছে যেখানে ‘আদিপুরুষ’-এর সঙ্গে অন্যান্য বাংলা ছবিও চলছে।’’

চলতি মাসেই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’। টলিপাড়ায় জোর গুঞ্জন, ‘পাঠান’-এর মতোই ‘আদিপুরুষ’–এর জন্য বাংলা ছবি জায়গা কম পাবে। কৌশিকের ছবির পরিবেশকও কিন্তু বাবলু দামানি। তিনি অবশ্য এই দাবি নস্যাৎ করে বললেন, ‘‘তৃতীয় সপ্তাহ শুরু হতে চলেছে। তাই স্বাভাবিক ভাবেই হল কমবে। কিন্তু সেটা খুবই কম। তাতে ছবির ব্যবসায় কোনও ক্ষতি হবে বলে আমার মনে হয় না। সমাজমাধ্যমে অনেকে কিছু না জেনেই গুজব ছড়াচ্ছেন!’’

‘আদিপুরুষ’-এর জন্য বাংলা ছবি যে কোণঠাসা হচ্ছে তা নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছিলেন প্রযোজক রানা সরকার। ‘অর্ধাঙ্গিনী’র পাশে দাঁড়াতে বাংলার দর্শকের অনুরোধ করেছিলেন তিনি। রানা বললেন, ‘‘দুই ছবির পরিবেশক এক হওয়ায় আশা করা যায় ‘অর্ধাঙ্গিনী’র শো-এর সংখ্যা কমবে না। তবুও শেষ মুহূর্তে কমলে বুঝতে হবে ঘরের মধ্যেই অন্তর্ঘাত হয়েছে!’’ ‘আদিপুরুষ’-এর জন্য তাঁর ছবির শো কমতে পারে বলে মানতে নারাজ ‘অর্ধাঙ্গিনী’র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কারণ সোমবার এবং মঙ্গলবার সারা দেশে ‘অর্ধাঙ্গিনী’র ২০টি করে হাউসফুল শো পরিচালককে আশা জোগাচ্ছে। বললেন, ‘‘বুধবার দুপুর পর্যন্ত এমন কোনও খবর পাইনি যে আমাদের শো কমছে। ছবির যা বিক্রি আছে তা দেখে মনে হয় না পরিবেশকেরা আমাদের খুব বেশি শো কমাবেন।’’

a still from the film Adipurush

‘আদিপুরুষ’-এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

নির্মাতারা ‘আদিপুরুষ’-এর অগ্রিম বুকিং নিয়ে যে তথ্য দিচ্ছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। নামপ্রকাশে অনিচ্ছুক শহরের এক হলমালিকের প্রশ্ন, ‘‘হিন্দি সংস্করণের অগ্রিম বুকিং খুব ভাল কি? জাতীয় স্তরে আঞ্চলিক সংস্করণের টিকিট বেশি বিক্রি হচ্ছে! হিন্দি সেই তুলনায় অনেকটাই পিছিয়ে।’’ দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমায় বাংলা সিনেমাকে ব্রাত্য রেখে ‘পাঠান’ প্রদর্শনের অভিযোগ উঠেছিল। এ বারে অবশ্য প্রিয়াতে ‘আদিপুরুষ’-এর পাশাপাশি দুটো বাংলা ছবিকে জায়গা দেওয়া হয়েছে। থাকছে ‘অর্ধাঙ্গিনী’ এবং নতুন ছবি ‘দত্তা’। প্রিয়ার কর্ণধার অরিজিৎ দত্ত বললেন, ‘‘আদিপুরুষ নিয়ে অনেকেই আশাবাদী। কিন্তু শুক্রবার না কাটলে এখনই কিছু বলতে পারছি না। গত কয়েক সপ্তাহে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি দেখতেও দর্শক ভিড় করছেন।’’

রাজ্যের প্রথম সারির মাল্টিপ্লেক্স আইনক্সের প্রায় ৫০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে আদিপুরুষ। আইনক্সের রিজিয়োনাল ডিরেক্টর (ইস্ট) অমিতাভ গুহঠাকুরতা বললেন, ‘‘খুব ভাল বিক্রি হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি বেশ কিছু শো হাউসফুল হতে পারে। শুধু অনলাইন নয়, আমাদের কাউন্টারে এসেও বিভিন্ন বয়সি দর্শক টিকিট কিনতে ভিড় করছেন।’’ পাশাপাশি অমিতাভ জানালেন যে ‘আদিপুরুষ’-এর পাশাপাশি বাংলা ছবিকেও যথা সম্ভব জায়গা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার মুক্তি পাবে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘দত্তা’। ছবির পরিচালক নির্মল চক্রবর্তী অবশ্য তাঁর ছবি নিয়ে খুশি। বললেন, ‘‘আমি যে ক’টা হল আশা করেছিলাম তা পাচ্ছি। ‘আদিপুরুষ’-এর সঙ্গে আমার কোনও প্রতিযোগিতা নেই। আমার ছবি ভাল হলে আগামী সপ্তাহে আমি আরও ভাল শো পাব বলে আমার বিশ্বাস।’’

প্রথম দিনে বক্স অফিসে ‘আদিপুরুষ’-এর ব্যবসা নিয়েও শুরু হয়েছে আলোচনা। বলিউডে ফিল্ম ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন প্রথম দিনেই ছবিটি ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে। আবার অন্য পক্ষ মনে করছেন যে ছবির প্রথম দিনের ব্যবসা ৫০ কোটি টাকা পেরোবে না। উত্তর পাওয়া যাবে আগামী শনিবার।

অন্য বিষয়গুলি:

Adipurush Box Office Advance Booking Tollywood News Prabhas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy