নতুন বছরে বাঙালির অপেক্ষায় একগুচ্ছ নতুন ছবি!
মার্চে সে ভাবে বাংলা ছবি মুক্তি পায় না কোনও বছরে। আক্ষরিক অর্থেই তাই চৈত্র বাংলা বিনোদন দুনিয়ায় ‘শুখা’ মাস। কারণ, স্কুলে-স্কুলে পরীক্ষা। পড়ুয়াদের পাশাপাশি তাদের মা-বাবাদেরও ছবি দেখার মতো পরিস্থিতি থাকে না। তার উপরে গত দু’বছর ধরে অতিমারির থাবা। সব মিলিয়ে বাংলা বিনোদন দুনিয়া ঝিমিয়েই পড়েছিল। সব সমস্যা একে একে মিটতেই বলিউডের মতো ফের গা ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়ানোর পালা টলিউডেরও। আগামী এপ্রিল, মে মাস জুড়ে। এপ্রিলে কয়েকটি ছবি মুক্তি পাবে। মে মাস, গরমের ছুটিতে আরও এক ঝাঁক ছবি আসছে সদলবলে।
বাংলা ছবির অনুরাগী অথচ এক ঝাঁক ছবির ভিড়ে দিশাহারা? তাঁদের জন্য আনন্দবাজার অনলাইনে রইল মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলির তালিকা। সঙ্গে সবিস্তার তথ্য।
১. অভিযান
নববর্ষে বাঙালির কাছে ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের সৌজন্যে। অভিনেতা হয়ে ওঠার আগে থেকে কিংবদন্তি হয়ে ওঠা, ধরা থাকছে তাঁর ‘অভিযান’-এ।
অভিনয়: সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, কিউ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দাম, ত্রিধা চৌধুরী, পায়েল সরকার, সোহিনী সেনগুপ্ত প্রমুখ
পরিচালনা: পরমব্রত চট্টোপাধ্যায়
প্রযোজনা: রোহন ঘোষ
২. দ্য একেন
সফল সিরিজের পরে একেনবাবু এ বার পর্দায়। ১৪ এপ্রিল হাজির হচ্ছেন সঙ্গীসাথী নিয়ে। খবর, এ বার নাকি সুন্দরী নায়িকাকে ঘিরে রহস্যভেদ! একেনবাবুর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। মোবাইল ছেড়ে তাঁরাই কি ভিড় জমাবেন প্রেক্ষাগৃহে?
অভিনয়: অনির্বাণ চক্রবর্তী, পায়েল সরকার, দেবাশিস মণ্ডল, সুহোত্র মুখোপাধ্যায়, আরজে সোমক প্রমুখ
পরিচালনা: জয়দীপ মুখোপাধ্যায়
প্রযোজনা: এসভিএফ
৩. রাবণ
জিৎ মানেই রোমান্স আর অ্যাকশনের ককটেল! সেই ঝাঁঝ নিয়েই আসছে রাবণ! দুষ্টের দমন শিষ্টের পালন এ বারও নায়কের হাতেই। জিতের এই অবতার পছন্দ? ২৯ এপ্রিল পৌঁছে যান প্রেক্ষাগৃহে।
অভিনয়: জিৎ, শতাফ ফিগার, লহমা ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখ
পরিচালনা: এমএন রাজ
প্রযোজনা: জিৎ ফিল্ম ওয়ার্কস, গ্রাসরুট টেন্ট
৩. কিশমিশ
এই প্রজন্মের প্রেম থেকে আটের দশক, সবটাই ধরা ছবিতে। চার অবতারে দেব নিজেকে সাজিয়েছেন। এই নিয়ে ষষ্ঠ বার তাঁর নায়িকা রুক্মিণী মৈত্র। ছবির প্রচারে অংশ নিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! জিৎ বনাম দেব তরজা ফের উস্কে দিয়ে এই ছবিরও মুক্তি ২৯ এপ্রিল।
অভিনয়: দেব, রুক্মিণী, কমলেশ্বর মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, জুন মালিয়া, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা প্রমুখ
পরিচালনা: রাহুল মুখোপাধ্যায়
প্রযোজনা: দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স
৪. মিনি
সম্পর্কের অলিগলিতে মাসি-বোনঝির গপ্পো। মায়ের চেয়ে তাঁর সন্তানের উপরে বেশি দরদ কার? সেই গল্পই বলবে ‘মিনি’। ছবি মুক্তি পাবে ৬ মে।
অভিনয়: মিমি চক্রবর্তী, অয়ন্না মুখোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, কমলিনী বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক, রুদ্রজিৎ মুখোপাধ্যায় প্রমুখ
পরিচালনা: মৈনাক ভৌমিক
প্রযোজনা: এসভিএফ।
৫. কলকাতার হ্যারি
অনেক দিন জাদু দেখেনি কচিকাঁচারা। বাংলায় কোনও দিন হ্যারি পটারও আসেনি! এ বার দুয়ে মিলেই আসবে ‘কলকাতার হ্যারি’র হাত ধরে। ৬ মে প্রেক্ষাগৃহে ‘মিনি’ বনাম ‘হ্যারি’র লড়াই!
অভিনয়: সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, লাবণি সরকার, অরিন্দম গঙ্গোপাধ্যায়, সুদীপা বসু প্রমুখ।
পরিচালনা: রাজদীপ ঘোষ
প্রযোজনা: সোহম চক্রবর্তী, ইন্দিরা চৌধুরী
৬. এক্স ইক্যুয়াল্টু প্রেম
এই প্রজন্ম আর ঠিক তার আগের প্রজন্ম কী ভাবে প্রেমে পড়ে? প্রেমে পড়েই বা কী করে? আদ্যপান্ত ধরা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবিতে। কখনও রঙিন, কখনও সাদা-কালো সিল্যুয়েটে ধরা ছবিটি মুক্তি পাচ্ছে ১৩ মে।
অভিনয়: অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস প্রমুখ
পরিচালনা: সৃজিত মুখোপাধ্যায়।
প্রযোজনা: এসভিএফ।
৭. অপরাজিত
‘পথের পাঁচালী’ দিয়ে ছবি পরিচালনায় তাঁর যাত্রা শুরু। কী ভাবে অপু-দুর্গার সারল্য, সর্বজয়ার যন্ত্রণা ক্যামেরাবন্দি করেছিলেন তিনি? সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে সেই গল্পই বলবেন অনীক দত্ত। ১৩ মে, তাঁর ‘অপরাজিত’ ছবিতে।
অভিনয়: জিতু কমল, সায়নী ঘোষ প্রমুখ
পরিচালনা: অনীক দত্ত
প্রযোজনা: ফ্রেন্ডস কমিউনিকেশন
৮. বেলাশুরু
টানা দু’বছরের অপেক্ষা। অবশেষে বড় পর্দা জুড়ে আবারও সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্তের রসায়ন। দর্শকদের অধীর অপেক্ষা পেরিয়ে ২০ মে আসছে ‘বেলাশুরু’।
অভিনয়: সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ, শঙ্কর চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ
পরিচালনা: নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়
প্রযোজনা: উইন্ডোজ প্রোডাকশন
৯. আয় খুকু আয়
বাবা-মেয়ের ভালবাসা গল্প কমই বলেছে টলিউড। এ বার সেই চিরকালীন বন্ধনের কাহিনি ‘আয় খুকু আয়’ ছবিতে। বড় পর্দায় দেখা যাবে ২৭ মে।
অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, রফিয়াত রশিদ মিথিলা প্রমুখ
পরিচালনা: শৌভিক কুণ্ডু।
প্রযোজনা: জিৎ ফিল্মস ওয়ার্ক।
১০. শবর
অতিমারি কমতেই স্বমহিমায় শবর। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই গোয়েন্দা চরিত্র দুই মলাট ছেড়ে ফিরছে বড় পর্দায়। ‘তিরন্দাজ শবর’ নামে। ছবি মুক্তি ২৭ মে।
অভিনয়: শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, দেবলীনা কুমার, নাইজেল আকারা, শঙ্কর চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ
পরিচালনা: অরিন্দম শীল
প্রযোজনা: ক্যামেলিয়া প্রোডাকশন
১১. চিনে বাদাম
প্রেমে পড়ুন বাদাম খেতে খেতে। ঠিক যে ভাবে নয়ের দশকে ভিক্টোরিয়ার সবুজ মাঠে ডানা মেলত নতুন প্রেম! মাঠ ছেড়ে এ বার ‘চিনে বাদাম’-এর কাহিনি বড় পর্দায়।
অভিনয়: যশ দাশগুপ্ত, এনা সাহা প্রমুখ
পরিচালনা: শিলাদিত্য মৌলিক
প্রযোজনা: জারেক এন্টারটেনমেন্ট
১২. ভয় পেও না
সব স্বাদের ছবি আসছে। কিন্তু ভূতের ছবি? সেই ফাঁকই ভরাট করবে ‘ভয় পেও না’।
অভিনয়: শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি প্রমুখ
পরিচালনা: অয়ন দে
প্রযোজনা: বিগ স্ক্রিন প্রোডাকশন
মার্চে সে ভাবে বাংলা ছবি মুক্তি পায় না কোনও বছরে। আক্ষরিক অর্থেই তাই চৈত্র বাংলা বিনোদন দুনিয়ায় ‘শুখা’ মাস। কারণ, স্কুলে-স্কুলে পরীক্ষা। পড়ুয়াদের পাশাপাশি তাদের মা-বাবাদেরও ছবি দেখার মতো পরিস্থিতি থাকে না। তার উপরে গত দু’বছর ধরে অতিমারির থাবা। সব মিলিয়ে বাংলা বিনোদন দুনিয়া ঝিমিয়েই পড়েছিল। সব সমস্যা একে একে মিটতেই বলিউডের মতো ফের গা ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়ানোর পালা টলিউডেরও। আগামী এপ্রিল, মে মাস জুড়ে। এপ্রিলে কয়েকটি ছবি মুক্তি পাবে। মে মাস, গরমের ছুটিতে আরও এক ঝাঁক ছবি আসছে সদলবলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy