পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফে উত্তর ২৪ পরগনার কৃষিবিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোর্স ফেসিলিটেটর পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। আবেদনের জন্য এগ্রিকালচার/ হর্টিকালচার/ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। এগ্রিকালচার বিভাগে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। যদি অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মী হন তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি মাসে ১৭ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন:
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। ১০ মার্চ সকাল সাড়ে ১১টা রিপোর্টিংয়ের সময়। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী নথি লাগবে, তা জানতে প্রথমে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।