বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি (ডাব্লিউবিএসইউ)-তে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ডিপার্টমেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১২,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের স্নাতক উত্তীর্ণ হওয়াও জরুরি। যাঁদের স্নাতকোত্তর বা উচ্চশিক্ষার ডিগ্রি রয়েছে, প্রশাসনিক এবং অ্যাকাডেমিক কাজের অভিজ্ঞতা, ডেটা হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩ এপ্রিল আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।