একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ডিরেক্টর, ফিন্যান্স অফিসার এবং রেজিস্ট্রার নিয়োগ করা হবে। পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে এই পদে। লেভেল ১৪ অনুযায়ী ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকার মধ্যে বেতন হবে। ডিরেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। বাকি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৫৭ বছরের মধ্যে থাকতে হবে। সব ক’টি পদের ক্ষেত্রেই ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়ও ফিন্যান্স অফিসার এবং রেজিস্ট্রার পদে আবেদনের জন্য স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে বিশ্বভারতীর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতীর ওয়েবসাইটটি দেখুন।