কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে (সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি)-এর ওয়েবসাইটে।
সায়েন্টিস্ট বি, অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজ়র, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল সুপারভাইজ়র, অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র ড্রাফটসম্যান, জুনিয়র টেকনিশিয়ান, সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার, জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফিল্ড অ্যাটেনডেন্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৬৯টি। পদ অনুযায়ী আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৮ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটটি দেখুন।