পূর্ব-মধ্য রেলে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে ১,১৫৪ জনকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে। তাঁদের দানাপুর, ধানবাদ, দীনদয়াল উপাধ্যায়, শোনপুর, সমস্তিপুর, হরনাউত ডিভিশনে এক বছরের জন্য কাজ শেখানো হবে।
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র রয়েছে, এমন দশম উত্তীর্ণদের কাজের জন্য বেছে নেওয়া হবে। তবে, যাঁরা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (এনটিসি) পেয়েছেন, তাঁরাও এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
-
বিভিন্ন বিভাগে ২০০-র বেশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন, বিজ্ঞপ্তি প্রকাশ ইএসআইসি-র
-
চুক্তির ভিত্তিতে কর্মী প্রয়োজন, নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করল আইআইএসইআর কলকাতা
-
আইআইটি গুয়াহাটিতে কর্মখালি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে চলছে নিয়োগ
-
কেন্দ্রীয় সংস্থার শূন্যপদে আইটিআই উত্তীর্ণদের নিয়োগ, আবেদনের শর্তাবলি কী?
ফিটার, প্লাম্বার, ওয়াইন্ডার, মেকানিস্ট, কার্পেন্টার, ইলেক্ট্রনিক্স মেকানিক-সহ বিভিন্ন ট্রেডে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। মোট এক বছরের জন্য ওই প্রশিক্ষণ চলবে। দশমের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, আইটিআই বা এনটিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা নির্ণয় করা হবে।
আগ্রহীদের উত্তর পূর্ব রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। তাতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদনপত্র এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।