কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে একটি পদমর্যাদায় কাজের সুযোগ রয়েছে। যার জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ে প্যারামেডিক স্টাফ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত। এর পর তাঁর কাজের দক্ষতার নিরিখে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১৫,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কোনও মেডিক্যাল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমাও থাকতে হবে। যাঁদের এ ক্ষেত্রে কাজের তিন বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী ২২ এপ্রিল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।