শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে কর্মখালি। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্দরের কলকাতা ডক সিস্টেমে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কাজের সুযোগ পাবেন মহিলারা। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
পোর্টের কলকাতা ডক সিস্টেমের মেডিক্যাল বিভাগের জন্য এই নিয়োগ। সেখানে লেডি সিকিউরিটি গার্ড পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ চারটি। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতার ভিত্তিতে মহিলা নিরাপত্তারক্ষীর পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৪০-৫০ বছর অথবা ৬২ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২১,৫০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তাঁদের সিআইএসএফ/ সিআরপিএফ/ আরপিএফ-এর মতো আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী অথবা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত লেডি কনস্টেবল বা হোম গার্ড হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি হয়েছে।
এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ৪ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা দক্ষতা পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে দেখে নিতে হবে মূল বিজ্ঞপ্তিটি।