কিছুতেই অসুখ ভাল হচ্ছিল না। পরিবারের দাবি, সেই নিয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন বধূ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের মুচিয়ায়।
পুলিশ সূত্রের খবর, মৃতার নাম সাথী সাহা দাস। ৩৬ বছরের ওই যুবতী দীর্ঘ দিন ধরে কানের অসুখে ভুগছিলেন। অনেক চিকিৎসার পরেও তিনি সুস্থ হননি। পরিবারের দাবি, মঙ্গলবার বাড়ি ফাঁকা পেয়ে গলায় দড়ি দেন সাথী। প্রতিবেশীদের নজরে পড়ে পরে। তাঁদের কয়েক জন সাথীকে উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে সাথীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বধূর শ্বশুরবাড়ির দাবি, অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। সেখান থেকে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
মৃতার এক আত্মীয় বলেন, ‘‘দীর্ঘদিন ধরে কানের অসুখে ভুগছিল। অনেক চিকিৎসা করেও কাজ হয়নি। মানসিক অবসাদের জেরে আগেও বেশ কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেছিল। বাড়ির লোকজনের তৎপরতায় বেঁচে গিয়েছিল। কিন্তু আজ (মঙ্গলবার) বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে দুপুরে নিজের শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ও। প্রতিবেশীরা দেখতে পেয়ে উদ্ধার করেছিল। তত ক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।’’ তিনি জানান, মৃতার স্বামীর নাম কৃষ্ণ দাস। স্বামী ছাড়াও এক নাবালিকা কন্যা রয়েছে সাথীর।
আরও পড়ুন:
মায়ের মৃত্যুতে হতবাক হয়ে গিয়েছে মেয়েটি। বধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদহ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠায় তারা। শুরু হয়েছে তদন্ত।