কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি। কর্মী নিয়োগ করবে মিনিস্ট্রি অফ কালচার অধীনস্থ সঙ্গীত নাটক অকাদেমি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেপুটি সেক্রেটারি, স্টেনোগ্রাফার, রেকর্ডিং ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ক্লার্ক এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৬টি।
ডেপুটি সেক্রেটারি পদে ৩৫ বছর থেকে ৪৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁদের লাইব্রেরি সায়েন্স, ডকুমেন্টেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের মধ্যে যে কোনও একটিতে ডিপ্লোমা থাকা প্রয়োজন। একই সঙ্গে পারফর্মিং আর্টস বিষয়ে ১০ বছর ডকুমেন্টেশন, প্রোডাকশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
স্টেনোগ্রাফার পদে ২১ থেকে ২৮ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের উল্লিখিত পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং হিন্দি, ইংরেজিতে দ্রুত টাইপিংয়ের দক্ষতা থাকা প্রয়োজন। রেকর্ডিং ইঞ্জিনিয়ার পদে ২৮ থেকে ৩৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। ন্যূনতম দু’বছর সংশ্লিষ্ট পদে কোনও কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
অ্যাসিস্ট্যান্ট পদে ২১ থেকে ২৮ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। সিনিয়র ক্লার্ক পদে আগে ন্যূনতম ছ’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। জুনিয়র ক্লার্ক পদে সেই সব দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে, যাঁদের দ্রুত হিন্দি এবং ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা রয়েছে। মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে দশম উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ প্রার্থীদের নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
উল্লিখিত পদের নিরিখে প্রতি মাসের বেতন হিসাবে নিযুক্তদের জন্য ১৯,৯০০ টাকা থেকে শুরু ১,১২,৪০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। প্রতিষ্ঠানের ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৫ মার্চ। আবেদনমূল্য ৩০০ টাকা। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।