স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কর্মখালি। ওই প্রতিষ্ঠানে ফেসিলিটি ম্যানেজার পদে কর্মী প্রয়োজন। ওই পদে এক জনকে নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁর কাজ চলবে।
ওয়ার্ড মাস্টার পদে অবসর গ্রহণ করেছেন, এমন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, ফেসিলিটি ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকলে তাঁদেরও আবেদন গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসে ১৪ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তবে, পদপ্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।
৩ মার্চ ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ইন্টারভিউয়ে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করতে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে উপস্থিত থাকা প্রয়োজন। প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের নথি নিয়ে আসতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।