রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। রবীন্দ্রভারতী মিউজ়িয়াম-এর জন্য এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে ছ’মাসের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য মিউজ়ুয়োলজি বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। বাংলা, ইংরেজি এবং হিন্দি বিষয়ে দক্ষতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৪ এপ্রিল। ওই দিন থেকে আগামী ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিন।