প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পে পড়ুয়াদের কাজের সুযোগ রয়েছে। ক্যানসার সম্পর্কিত একটি গবেষণার কাজের জন্য এই নিয়োগ। শুক্রবার সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের থেকে অনলাইনেই এর জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিশ্ববিদ্যালয়ের জীবনবিজ্ঞান বিভাগের গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ইনভেস্টিগেটিং রোল অফ ট্রান্সলেশনালি কন্ট্রোলড টিউমর প্রোটিন (টিসিটিপি) ইন লিম্ফয়েড লিউকিমোজেনেসিস অ্যান্ড রিভারশন’। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।
প্রকল্পে নিয়োগ হবে স্টুডেন্ট ইন্টার্ন পদে। শূন্যপদ রয়েছে একটি। দু’মাস ধরে এই গবেষণা প্রকল্পের কাজ চলবে। এই সময়ে স্টুডেন্ট ইন্টার্ন পদে নিযুক্তকে প্রতি মাসে ৫০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
আরও পড়ুন:
-
এমস পটনায় বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগ, শূন্যপদ রয়েছে ৯০টি
-
আলিপুরদুয়ার জেলায় স্পেশ্যাল এডুকেটর-সহ বিভিন্ন পদে কাজের সুযোগ, রইল বিস্তারিত
-
যাদবপুরের কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা সংস্থায় কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?
-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, চাকরির সুযোগ ৫২৮০টি শূন্যপদে
-
এমস কল্যাণীতে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি, শূন্যপদ ৯১টি, চাকরির সুযোগ কোন পদে?
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইফ সায়েন্সেস/ বায়োকেমিস্ট্রি/ বায়োটেকনোলজি/ মাইক্রোবায়োলজি/ মলিকিউলার বায়োলজি/ জেনেটিক্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, পড়ুয়াদের বেসিক কেমিস্ট্রি এবং ফিজ়িক্সে সম্যক জ্ঞান থাকাও জরুরি।
এর জন্য আগ্রহীদের কভার লেটার, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ নভেম্বর। এর পর এই পদে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।