কোচবিহারের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। সরাসরি ইন্টারভিয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। ‘অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর’, কোচবিহার জেলার তরফ থেকে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত ব্যক্তিরাই ইন্টারভিউ দিতে পারবেন। তবে সে ক্ষেত্রেও কিছু শর্তাবলি প্রযোজ্য। প্রার্থীর বয়স ৬৪ বছরের নিচে হতে হবে। কম্পিউটার অপারেশনের কাজে পারদর্শী হওয়া দরকার। ট্রেজ়ারি বিভাগে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। ১২ মার্চ সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী প্রয়োজনীয় নথি লাগবে, তা জানতে প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।